1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগ ব্যায়ামের অন্যতম পথিকৃৎ পিয়েরে বার্নার্ড

১৫ মে ২০১০

যোগ ব্যায়াম স্বাস্থ্য সুরক্ষার একটি দারুণ উপায়৷ তাই গোটা বিশ্বের মত যুক্তরাষ্ট্রেও এখন ইয়োগা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে৷ কিন্তু এই ইয়োগা সর্বপ্রথম কে এনেছিলেন মার্কিন মুলুকে, তা কি জানেন কেউ?

https://p.dw.com/p/NOd6
যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি কেন্দ্রে যোগ ব্যায়াম চলছেছবি: AP

সম্প্রতি প্রকাশিত এক বইতে সেটি নতুন করে তুলে ধরা হয়েছে৷

একটা সময় ছিল যখন ইয়োগাকে ভাবা হত কেবল হিন্দু সন্নাসী বা যোগিদের ধ্যান হিসেবে৷ অথচ এই ইয়োগা দেহ ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, গড়ে তোলে এক অপূর্ব শারীরিক ও মানসিক ভারসাম্য৷ কিন্তু এই বিষয়টি জানতে মানুষের অনেক দিন লেগে গিয়েছে৷ যুক্তরাষ্ট্রে এখন দুই কোটিরও বেশি মানুষ নিয়মিত ইয়োগা বা যোগব্যায়াম করে থাকে৷ কিন্তু বিগত শতাব্দীর শুরুতে যখন এই ইয়োগার আগমন ঘটে তখন কিন্তু পরিস্থিতি ছিল ঠিক উল্টো৷

আগেই বলেছি, একসময় ইয়োগা কে মনে করা হত কেবল হিন্দু যোগিদের জন্যই৷ তাই যুক্তরাষ্ট্রের খ্রিষ্টীয় ধর্মাবলম্বী সমাজে ইয়োগাকে দেখা হত অচ্ছুত হিসেবে৷ এই ভুল ধারণা ভেঙ্গে দিতে যিনি যুগান্তকারী ভূমিকা রাখেন তাঁর নাম পিয়েরে বার্নার্ড৷ তিনিই মানুষের সামনে ইয়োগাকে তুলে ধরেন স্বাস্থ্য রক্ষার এক অভূতপূর্ব উপায় হিসেবে৷ নানা বাধা সত্ত্বেও ধীরে ধীরে সফলতা পান তিনি, বিশের দশকে অভিজাত সমাজের লোকেরা এই ইয়োগা করতো৷ তারপর তা ছড়িয়ে পড়ে হলিউড তারকাদের মধ্যে৷ ৬০ এর দশকে এসে তা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে মূলত হিপি আন্দোলনের মধ্য দিয়ে৷ কিন্তু ততদিনে আর নেই পিয়েরে বার্নার্ড৷ কারন ১৯৫৫ সালেই মারা যান তিনি৷

Nepal Yoga
হিন্দু সাধু যোগ ব্যায়াম করছেনছবি: AP

ইয়োগাকে জনপ্রিয় করার জন্য অনেক বাধার মুখোমুখিও হয়েছিলেন বার্নার্ড৷ আঁটোসাঁটো টাইটস ও খোলামেলা টপস এর কারণে রক্ষণশীল খ্রিষ্টানরা ইয়োগাকে ত্যাজ্য মনে করত৷ যৌনতা নিয়ে খোলামেলা আলোচনার পক্ষে ছিলেন বার্নার্ড, তাই এক পর্যায়ে তাঁর গায়ে যৌন কেলেংকারীর অভিযোগও আনা হয়৷ কিন্তু সবকিছুকে ছাপিয়ে তিনি ইয়োগাকে নিয়ে তাঁর আধ্যাত্মিক সাধনা চালিয়ে গেছেন৷

মার্কিন সমাজে সুস্বাস্থ্য রক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ এই পিয়েরে বার্নার্ডের নাম খুব কম লোকই শুনেছে৷ তবে সাংবাদিক রবার্ট লাভ এর নতুন বইটি মানুষকে নতুন করে ইয়োগা এবং বার্নার্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে৷ বইটির নাম ‘দ্য গ্রেম ওম, দি ইমপ্রব্যাবল বার্থ অফ ইয়োগা ইন অ্যামেরিকা'৷ এতে লাভ তুলে ধরেছেন ইয়োগার নানা দিক এবং তা জনপ্রিয় করে তোলার নেপথ্যের কাহিনী৷ ইয়োগার গুরু সম্পর্কে লাভ বলেন, ‘তিনি মার্কিনিদের জন্য ইয়োগাকে এবং ইয়োগার জন্য অ্যামেরিকাকে নিরাপদ করে তুলেছিলেন৷'

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়