1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগ্য পিতা হওয়ার দৌড়ে হলিউড তারকা স্লেটার

১ নভেম্বর ২০১০

হলিউড তারকা ক্রিস্চান স্লেটারের কাছে এখন যোগ্য পিতা হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ৷ চীনের একটি গল্ফ আসরে গিয়ে তাই তিনি বললেন, সন্তানদের শুধু আমার ছবি দেখানোর চেয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়াই আমার কাছে এখন বড় চাওয়া৷

https://p.dw.com/p/PvRC
ছবি: AP

৪১ বছর বয়সি স্লেটার বলেন, ‘‘আমার ১১ বছরের ফুটফুটে ছেলে আর ৯ বছরের মেয়ে৷ আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের নিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন৷ আমি চাই এক মজার বাবা হতে৷ আমি তাদেরকে নিয়ে গত গ্রীষ্ম কাটিয়েছি আইডাহোর জলে ভেলায় চড়ে ঘুরে ঘুরে৷ এটা ছিল আমাদের কাছে খুবই রোমাঞ্চকর৷ আমি তো একদিন নৌকা থেকে পানিতে পড়ে গেলাম৷ আর তা দেখে আমার ছেলে একেবারে ভয় পেয়ে গেল৷ আর আমরা ক্যাম্পিং করে কাটিয়েছি পাঁচদিন৷''

তবে ম্যানহ্যাটানে তাঁর নিজের শৈশব তাঁকে খুব একটা দক্ষ করে গড়ে তোলেনি ক্যাম্পিং এর মতো বাইরে ঘুরে বেড়ানোর জন্য৷ এমন কথা স্বীকার করলেন স্লেটার৷ বললেন, ‘‘ক্যাম্পিং এমন কোন সহজ বিষয় নয় যা আমরা নিত্যদিন করি৷ তাই আমার কাছে তাঁবু খাটানো এবং প্রয়োজনীয় সকল জিনিসপত্র সেখানে নিয়ে যাওয়া বেশ কঠিন কাজ৷''

চীনের দক্ষিণাঞ্চলে তারকাদের গল্ফ আসর মিশন হিলস স্টার ট্রফি'তে খেলছেন স্লেটার৷ তবে খেলার চেয়ে বেশি মনোযোগ ছেলে-মেয়েদের প্রতিই৷ বললেন, তিনি এখন বেশি খেয়াল রাখেন যে তাঁর ছেলে-মেয়েরা কী ধরণের অনুষ্ঠান কিংবা ছবি বেশি পছন্দ করে৷ সাংবাদিকদের জানালেন, তাঁর ছেলে-মেয়েরা তাদের বাবার করা এমন ছবিগুলোই দেখেছে যেগুলোতে মূলত তিনি অভিভাবকের চরিত্রে কাজ করেছেন৷ ‘ট্রু রোমান্স' কিংবা ‘ভেরি ব্যাড থিংস' এর মতো স্লেটারের প্রচণ্ড অ্যাকশন ধর্মী ছবিগুলো ছেলে-মেয়েদের দেখাননি তিনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন