1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের বিচার হিসাবেই রাখছে না জামায়াত

৩১ মে ২০১০

শেষ পর্যন্ত পল্টনে সমাবেশ করা থেকে নিজেদের গুটিয়ে নিলো জামায়াত৷ সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমাবেশ না করার ঘোষণা দেয় তারা৷

https://p.dw.com/p/NdeY
১৪৪ ধারা জারি করা হয়েছে পল্টনেছবি: DW

সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ৷

আগামীকাল, অর্থাৎ ১লা জুন, দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ৬ই জুন বিক্ষোভ হবে সব জেলা শহরে৷ এদিকে, সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সরকারের অযৌক্তিক এবং ভিত্তিহীন একটি ইস্যু বলে মন্তব্য করা হলে, তার বিরুদ্ধে জামায়াতের কোন কর্মসূচি নেই কেন? - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত নেতা আলী আহসান মুহম্মদ মুজাহিদ বলেন যে, এ নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই৷ তারা এ বিষয়টিকে হিসেবেই রাখছেনা, কর্মসূচী তো দূরের কথা৷

ওদিকে, যুবলীগের সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মীর্জা আজম এমপি বলেন, ১৪৪ ধারা জারির কারণে তারা আগেই তাদের কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে, তবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবেই৷

যে কোন প্রকারের সংঘর্ষ এড়াতে সকাল থেকেই পল্টন এলাকা জুড়ে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷ ১৪৪ ধারা ভঙ্গের পরিকল্পনার অভিযোগে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জামায়াত-শিবিরের ৫৫ জন কর্মীকে আটক করে পুলিশ৷ পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়৷ এছাড়া, জামায়াত ও যুবলীগ কাউকেই পল্টনে যেতে দেয়নি পুলিশ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ