1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান চায় ইইউ

২৫ অক্টোবর ২০১০

যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান এবং স্বচ্ছতা দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন৷ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ষ্টিফেন ফ্রয়েন আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে এ অবস্থানের কথা জানান৷

https://p.dw.com/p/Pmf3
Barrister, Shafiq, Ahmed, Law minister, Bangladesh, আইনমন্ত্রী ,ব্যারিষ্টার, শফিক, আহমেদ, ইইউ
আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ আন্তর্জাতিক মানের আশ্বাস দিয়ে বলেছেন, অপরাধীরা আত্মপক্ষ সমর্থন এবং পছন্দমত আইনজীবী নিয়োগের সুযোগ পাবেন৷

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ষ্টিফেন ফ্রয়েন বাংলাদেশে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করছেন৷ আসছে ডিসেম্বরেই তাঁর বাংলাদেশে কাজের মেয়াদ শেষ হবে৷ ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী এই দূত রোববার সাক্ষাৎ করেন আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদের সঙ্গে৷ সাক্ষাতের সময় তিনি বাংলাদেশের গণতন্ত্র এবং সংসদ নিয়ে কথা বলেন৷ তিনি বলেন গণতন্ত্রকে তার আপন গতিতে এগিয়ে যেতে হলে প্রয়োজন স্বাধীন সংবাদ মাধ্যম৷ সংবাদ মাধ্যম দোষ-ত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রকে সহায়তা করে৷ আর প্রয়োজন কার্যকর সংসদ কিন্তু বাংলাদেশে সংসদ পুরোপুরি কার্যকর নয়৷ বিরোধী দল প্রায়ই সংসদে অনুপস্থিত থাকছে৷

আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ সংসদ যে পুরোপুরি সক্রিয় নয় সে কথা স্বীকার করেন৷ তবে বিরোধী দল যেসব কারণ দেখিয়ে সংসদ বর্জন করছে তা সংসদ বর্জনের জন্য যুক্তিযুক্ত কারণ নয় বলে মনে করেন তিনি৷

ষ্টিফেন ফ্রয়েন বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, এব্যাপারে আন্তর্জাতিক মান বাজায় রাখা উচিত৷ বিচারে যাতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং আইনের কোনদিকই যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন৷

আইনমন্ত্রী তাঁকে বিচারে স্বচ্ছতার আশ্বাস দিয়ে বলেন, এই বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বিদেশি পর্যবেক্ষকদের আসতে কোন বাধা নেই৷ তারা যত খুশী আসতে পারেন৷ যুদ্ধাপরাধীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং পছন্দ মত আইনজীবী নিয়োগ করতে পারবেন৷

ষ্টিফেন ফ্রয়েন আইনমন্ত্রীর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা বলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই