1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রততম সুপার কম্পিউটার

২২ জুন ২০১৩

চীন এগোচ্ছে৷ অর্থনীতি এবং বিজ্ঞান-প্রযুক্তিতে দেশটির অগ্রগতি চোখে পড়ার মতো৷ আর এবার সুপার কম্পিউটারেও চীন পেলো সেরা হওয়ার গৌরব৷ বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারটি এখন চীনের৷ স্বাভাবিকভাবেই সেটা চাট্টিখানি কথা নয়!

https://p.dw.com/p/18uHE
Der neue Jülicher Höchstleistungsrechner JUQUEEN belegt den 5. Platz auf der im November 2012 veröffentlichten TOP500, der Liste der schnellsten Superrechner der Welt. Als erster Supercomputer Europas mit einer Rechenleistung von über 5 Petaflops – das entspricht 5 Billiarden Rechenoperationen pro Sekunde – eröffnet die Maschine neue Möglichkeiten für rechenintensive Großprojekte und ein noch breiteres Spektrum an Arbeitsgruppen.
ছবি: Forschungszentrum Jülich

টপফাইভহান্ড্রেড-এর কাজই হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের খুঁটিনাটি জানানো৷ সোমবার তাদের মাধ্যমেই জানা গেল যুক্তরাষ্ট্রের চীনের কাছে পিছিয়ে পড়ার কথা৷ ২০১০ সাল থেকে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের মর্যাদা পেয়ে আসছিল যুক্তরাষ্ট্রের সুপার কম্পিউটার৷ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৭ দশমিক ৫৯ পেটাফ্লপস৷ চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির তৈরি সুপার কম্পিউটারের কাছে সেটা এখন নস্যি৷ তিয়ানহে-টু'র গতি প্রায় দ্বিগুন, ৩৯ দশমিক ৮৬ পেটাফ্লপস!

Simulation Stichwort "Spins"
সুপার কম্পিউটার তৈরিতে ওস্তাদ চীন!ছবি: Forschungszentrum Jülich

সুপার কম্পিউটার জগতে চীন অবশ্য আগেও সেরার আসনে ছিল৷ ২০১০ সালের আগে সে দেশের তিয়ানহে-ওয়ানই ছিল বিশ্বের দ্রততম৷ জাপান কেড়ে নিয়েছিল সেই কৃতিত্ব৷ কমিউনিস্ট শাসিত দেশটি আবার সবার ওপরে উঠতে বেশি সময় নেয়নি৷ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার জন্য তিন বছর আর এমন কী! বিজ্ঞান-প্রযুক্তিতে চীনের এমন জয়কে হঠাৎ পাওয়া সাফল্য ভাবলে ভুল হবে৷ দেশটি যুক্তরাষ্ট্র, ইউরোপ আর জাপানকে পেছনে ফেলার জন্য বিনিয়োগ বাড়িয়ে আসছে কয়েক বছর ধরেই৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য