1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আরও অবনতি হওয়ার আশঙ্কা

১৩ ফেব্রুয়ারি ২০১০

তিব্বতীদের ধর্মীয় নেতা দলাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেখা করার ঘোষণা দেওয়ার পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/M0bJ
দলাই লামার কারণে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কাছবি: AP

হোয়াইট হাউস থেকে গত বৃহস্পতিবার জানানো হয়, যে প্রেসিডেন্ট ওবামা এ'মাসের ১৮ তারিখে দলাই লামার সঙ্গে আলোচনায় মিলিত হবেন৷

ওবামার মুখপাত্র রবার্ট গিবস বলেন: ‘‘হোয়াইট হাউসের ম্যাপ রুমে আলোচনাটি অনুষ্ঠিত হবে৷ দলাই লামা আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ধর্মীয় নেতা এবং তিনি তিব্বতি জনগণের অধিকার নিয়ে কথা বলে থাকেন৷''

এই ঘোষণার পরপরই চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং দলাই লামার আমন্ত্রণ বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি দাবী জানায়৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে অবনতি হওয়া চীনের সম্পর্ক এতে আরো ক্ষতিগ্রস্থ হবে বলে চীন সতর্ক করে দেয়৷

তবে গিবস মনে করেন এই ঘটনা দেশ দুটির সম্পর্কে তেমন প্রভাব ফেলবে না৷

উল্লেখ্য, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, গুগল বিতর্ক এবং চীনের সঙ্গে আরো কঠোর বাণিজ্যনীতি ঘোষণা করার কারণে দুটি দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ খারাপ যাচ্ছে৷

এদিকে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো জোরদার করার লক্ষ্যে চীনের সমর্থন পেতে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন জরুরী বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা৷ কারণ চীন নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার ক্ষমতাসম্বলিত পাঁচটি দেশের একটি হবার কারণে ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চীনের সমর্থন দরকার৷

USA / Obama / Washington
ওবামার সঙ্গে দলাই লামার বৈঠক বৃহস্পতিবারছবি: AP

উল্লেখ্য, এর আগে গত বছর ওবামা তাঁর শাসনের প্রথম বছরে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় দলাই লামার সঙ্গে তার পরিকল্পিত বৈঠকটি বাতিল করেছিলেন৷ এছাড়া তিনি সে বছর চীনা প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েকবার আলোচনাতেও মিলিত হয়েছিলেন৷

তবে গত নভেম্বরে চীন সফরে গিয়ে ওবামা বলেছিলেন, যে তাঁর বৌদ্ধ নেতা দলাই লামার সঙ্গে আলোচনা করার ইচ্ছা রয়েছে৷

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে বলেছিলেন, দলাই লামার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিরোধী বেইজিং এবং তাঁরা চান না মার্কিন কর্মকর্তারা দলাই লামার সঙ্গে কোনো সম্পর্ক রাখুন৷

এদিকে দলাই লামার সঙ্গে ওবামার বৈঠকটি হোয়াইট হাউসে হবার কথা থাকলেও তা সেখানকার ওভাল অফিসে অনুষ্ঠিত না হয়ে, অনুষ্ঠিত হবে ম্যাপ রুমে৷ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসে সাধারণত রাষ্ট্রের প্রধানসহ অন্যান্য ভিআইপি অতিথিদের সঙ্গে বৈঠকে মিলিত হন৷ ধারণা করা হচ্ছে, চীনের কারণেই বৈঠকটি ম্যাপ রুমে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর টিবেট সংগঠন হোয়াইট হাউসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ সংগঠনটির এক কর্মকর্তা বলেছেন, যে মার্কিন প্রেসিডেন্ট তিব্বতের জনগণের অবস্থা অনুধাবন করতে পেরেছেন এবং একজন বিশ্ব নেতা হিসেবে তাঁর করণীয় সম্পর্কে তিনি ঠিকই অবগত আছেন৷

প্রতিবেদনঃ জাহিদুল হক

সম্পাদনাঃ অরুন শঙ্কর চৌধুরী