1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে ফুটবল-জায়ান্টদের লড়াই

২ আগস্ট ২০১৪

যুক্তরাষ্ট্রে চলছে বিশ্বের অন্যতম সেরা আটটি ক্লাব নিয়ে জমজমাট এক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ৷ শনিবার থাকছে ম্যানচেস্টার ইউনাইটেড-রেয়াল মাদ্রিদ, ইন্টার মিলান- এএস রোমা, ম্যানচেস্টার সিটি-

https://p.dw.com/p/1CnS6
US-Trainer Jürgen Klinsmann
ছবি: Getty Images

অলিম্পিয়াকস এবং লিভারপুল-এসি মিলান ম্যাচ!

যুক্তরাষ্ট্রে চলছে বিশ্বের অন্যতম সেরা আটটি ক্লাব নিয়ে জমজমাট এক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ৷ শনিবার থাকছে ম্যানচেস্টার ইউনাইটেড-রেয়াল মাদ্রিদ, ইন্টার মিলান- এএস রোমা, ম্যানচেস্টার সিটি- অলিম্পিয়াকস এবং লিভারপুল-এসি মিলান ম্যাচ!

ইংল্যান্ড, স্পেন আর ইতালির প্রথম সারির দলগুলোকে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনো আসরে একই দিনে মাঠে দেখার সৌভাগ্য ফুটবলামোদীদের আগে কখনো হয়নি৷ বার্সেলোনা, বায়ার্ন, ডর্টমুন্ডের ভক্তরা এ আসর দেখে হয়তো শতভাগ আনন্দ পাচ্ছেন না, তবে যুক্তরাষ্ট্রের মানুষরা পাচ্ছেন৷ প্রতিদিন গ্যালারিতে থাকছে দর্শকের ঠাসাঠাসি৷

শনিবারের চার ম্যাচেও প্রচুর দর্শক সমাগম আশা করছেন আয়োজকরা৷ আশা পূরণ না হবার কোনো কারণ নেই৷ চারটি ম্যাচেই থাকছে অলিখিত সেমিফাইনালের আমেজ৷ প্রতিটি ম্যাচের জয়-পরাজয়ের ওপরই নির্ভর করছে কোনো না কোনো দলের ফাইনালে ওঠা-না ওঠা৷

প্রথম দু ম্যাচ থেকে ৫ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ ‘এ'-তে এ মুহূর্তে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ দ্বিতীয় আর তৃতীয় স্থানে আছে ইটালির দুই ক্লাব এএস রোমা এবং ইন্টার মিলান৷ দু দলের সংগ্রহেই এখন তিন পয়েন্ট৷ সুতরাং শনিবারের ম্যাচে (বাংলাদেশ সময় শনিবার রাত দুটায়) রেয়ালের বিরুদ্ধে ম্যান ইউ জিতলেই চলে যাবে ফাইনালে৷ তবে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে ম্যান ইউ-র৷ সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে মিলান ও রোমার ম্যাচের (বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায়) দিকে৷ এই ম্যাচটি যদি ড্র হয় তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে গড়াবে ম্যাচ৷ তাতে যে দল জিতবে তারা পাবে দুই পয়েন্ট আর পরাজিত দল ১ পয়েন্ট৷ সেক্ষেত্রে জয়ী দলের পয়েন্ট হবে ৫ – যে পয়েন্টটি হবে ম্যান ইউ-র, যদি তারা রেয়ালের কাছে হারে৷ এই অবস্থায় গোলপার্থক্যের মাধ্যমে ফাইনালের দল ঠিক করা হবে৷

গ্রুপ ‘বি'-র লড়াইটা আরো জমজমাট৷ শীর্ষে থাকা লিভারপুলের ৫, তারপর ম্যানসিটির ৪, গ্রিসের অলিম্পিয়াকসের ৩ এবং ইটালির এসি মিলানের পয়েন্ট ১৷ সুতরাং এখানেও হিসেব খুব গোলমেলে৷ গ্রুপের শেষ দল এসি মিলান শীর্ষ দল লিভারপুলকে (বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে চারটায়) হারালে খুলে যেতে পারে ম্যানসিটি বা অলিম্পিয়াকসের ভাগ্য৷ অলিম্পিয়াকসকে হারাতে পারলে তখন তারাই উঠে যাবে সোমবারের ফাইনালে৷ এমনকি অলিম্পিয়াকস জিতলে গোলপার্থক্যে পেছনে ফেলতে পারলে তারাও পেয়ে যেতে পারে ফাইনালের টিকিট৷

এসিবি/জেডএইচ (ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য