1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে সৃষ্ট বন্যার ভয়াবহ রূপ ধারণ

১১ মে ২০১১

বন্যার পানিতে ফুলেফেঁপে উঠে ইতিহাস সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী৷ ভয়াবহ এ বন্যায় নদী পার্শ্ববর্তী অঞ্চলের রাস্তাঘাট, বাড়িঘর, কৃষিজমি ডুবে গেছে৷ বাড়িছাড়া হাজারো মানুষ৷

https://p.dw.com/p/11DSm
বন্যার পানিতে ফুলেফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী৷ছবি: dapd

গত বেশ কয়েকদিন ধরে এই নদীর পানি দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে৷ যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চল বলে পরিচিত মেমফিস এবং টেনেসিতে এই বন্যায় ১ লাখ ৩০ হাজার একর কৃষিজমি ইতিমধ্যে তলিয়ে গেছে৷ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে ৬ গুন৷

পানি ও নদী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৯৩৭ সালের পর এই প্রথম মিসিসিপি নদী এতোটা খেপে উঠলো৷ সে বছর ঐ বন্যায় ৫ শতাধিক মানুষ মারা গিয়েছিলেন৷ তখন মিসিসিপি নদীর পানির উচ্চতা ৪৮ দশমিক ৭ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল৷ তবে বর্তমানে পানির উচ্চতা ৪৮ ফুট উচ্চতায় রয়েছে৷ তবুও চলতি সময়ে পানি বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে খুব শিগগিরই, অর্থাৎ আজকালের মধ্যে আগের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মেমফিস টেনেসি অঞ্চলকে বন্যা দুর্যোগ কবলিত এলাকা হিসাবে ঘোষণা করেছেন এবং বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য সরকার সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে৷

বন্যার পানির তোড় ঠৈকাতে বিভিন্ন স্থানে, বিশেষ করে রাস্তায়, বালির বস্তা ফেলা হচ্ছে৷ কিন্তু তা খুব কাজে দিচ্ছে বলে মনে করা হচ্ছে না৷ ইতিমধ্যে সেখানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সে সমস্ত জায়গায় ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে৷

অপরদিকে, যুক্তরাষ্ট্রের আরকনস রাজ্যের হোয়াইট নদীতেও বন্যার সৃষ্টি হয়েছে৷ আর এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ জেলা৷ সেখানে এই বন্যায় আরও তিন ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে৷

গেল বেশ কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে৷ কয়েকদিন আগে সেখানে টর্নেডোর আঘাতে মারা যায় কয়েক শত মানুষ৷ আর প্রায়ই বন্যা হচ্ছে বিভিন্ন নদীতে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক