1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে

১৭ অক্টোবর ২০১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে তাঁর সরকার৷ তিনি বলেন ধর্মনিরেপক্ষতা মানে ধর্মহীনতা নয়৷ ধর্মনিরপেক্ষতা মানে যার ধর্ম তার নির্বিঘ্নে পালন করার স্বাধীনতা৷

https://p.dw.com/p/Pfwg
Bangladesch Sheik Hasina in Dhaka
ছবি: AP

শারদীয় দূর্গাপুজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী পুজামন্ডপ পরিদর্শনে গিয়ে বলেছেন দেশের সব ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করতে পারে সে উদ্দেশ্যে কাজ করছে সরকার৷ কারন সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে৷ আর মানব ধর্ম হল সব ধর্মের ওপরে৷

প্রধানমন্ত্রী বলেন ধর্মনিরেপক্ষতা মানে ধর্মহীনতা নয়৷ ধর্মনিরেপক্ষতা মানে হল ধর্ম পালনে সবার সমান স্বাধীনতা৷ আর সব ধর্মেরই মূল কথা হল সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বোধ৷ তাঁর সরকার সব ধর্মের মানুষের শান্তিপূর্ন সহাবস্থান নিশ্চত করেছে৷ আর এই সহাবস্থান বজায় রাখতে কাজ করে যাবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পুজার শুভেচ্ছা বিনিময় করেন৷ কামনা করেন তাদের সুখ আর সমৃদ্ধি৷

এদিকে রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব৷ তাই শনিবার রাজধানীর পুজা মন্ডপগুলোতে ছিল বেজায় ভীড়৷ প্রায় সারা রাতই পুজারী আর দর্শনার্থীদের পদচারণায় মন্ডপগুলো থাকে মুখরিত৷

এবছর ঢাকাসহ সারাদেশে ২৭ হাজার পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে৷ আর মন্ডপগুলোতে রয়েছে ব্যাপক নিরাপত্তা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম