1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক কোম্পানির কথা

উটা গাইজার-হুড/জেডএইচ৪ ফেব্রুয়ারি ২০১৫

দোকানে ঢোকার আগে বাইরে থেকে কাচের ভেতর দিয়ে মডেলের গায়ে থাকা পোশাক দেখে দোকানের ভেতরটা সম্পর্কে অনেকেই একটা ধারণা নেন৷ ইটালির এক কোম্পানি এরকম মডেল তৈরি করে৷ বড় বড় ফ্যাশন হাউস তাদের ক্রেতা৷

https://p.dw.com/p/1EV5i
DW euromaxx Schaufensterpuppen von Bonaveri
ছবি: DW

ইটালির ‘বুনাভেরি' কোম্পানির তৈরি ‘ম্যানিকিন' বা মডেল পুতুলের কোনো কোনোটির দাম দুই হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে৷ এক্ষেত্রে তাদের দর্শন – ছবি থেকে মূর্তি৷

প্রথমে কাদা ও প্লাস্টার দিয়ে পুতুলগুলোর আকার তৈরি করা হয়৷ তারপর প্লাস্টিক অথবা ফাইবারগ্লাস দিয়ে উৎপাদন করা হয়৷

ক্রেতাদের চাহিদা অনুযায়ীও মডেল তৈরি করে থাকে বুনাভেরি৷ যেমন বেলজিয়ামের ফ্যাশন ডিজাইনার দ্রাইস ফন নোটেনের জন্যও তারা মডেল নির্মাণ করে৷ নোটেনের ডিজাইন করা চুমকি বসানো কয়েকটি পোশাক নিয়ে প্যারিসে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ বুনাভেরির তৈরি প্রায় ২০০ মডেল সেখানে ব্যবহৃত হয়েছে৷

বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের দোকানে যে মডেল সাজানো থাকে সেগুলো যেন একেকটি শিল্পকর্ম৷ ফ্যাশন হাউজ ‘লুই ভুটন' প্রতি তিন থেকে চার সপ্তাহে একবার মডেল পরিবর্তন করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান