1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে মামলা

১৬ ডিসেম্বর ২০১০

হ্যাপি মিল খেলনা দিয়ে শিশুদেরকে প্রলুব্ধ করে রেস্তোঁরায় নিয়ে আসার চলমান চেষ্টা বন্ধ করতে বিশ্বের বৃহত্তম হ্যামবার্গার চেইন ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি ভোক্তা গোষ্ঠি মামলা দায়ের করেছে৷

https://p.dw.com/p/QckQ
ছবি: AP/DW-Grafik

জনস্বার্থ বিষয়ক সংস্থা, এ সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট বা সিএসপিআই, দুই বাচ্চার এক মায়ের প্রতিনিধি হিসেবে এই মামলা দায়ের করেছে৷ ঐ মামলায় অনুচিত বিপণন এবং ক্যালিফোর্নিয়ার ভোক্তা স্বার্থ রক্ষা আইন লংঘনের অভিযোগ আনা হয়েছে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে৷ তবে এই মামলায় অর্থ ক্ষতিপূরণ চাওয়া হয়নি৷ সিএসপিআই-এর পরিচালক স্টেফেন গার্ডনার বলেছেন, ‘‘এই মামলা করা হয়েছে পরিবর্তনের জন্যে, অর্থের জন্যে নয়৷''

এদিকে ম্যাকডোনাল্ডসের মুখপাত্র ব্রিজেত কফিং বলেছেন, ‘‘আমরা আমাদের হ্যাপি মিল নিয়ে গর্ব বোধ করি৷ আমাদের ব্র্যান্ড, সুনাম এবং খাবারের প্রচারের জন্যেই এটি করা হয়৷ আমরা আমাদের অতিথি এবং বাবা-মায়েদের কাছ থেকে জেনেছি, তারা আমাদের হ্যাপি মিল অনুমোদন করেন৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক