1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৌচাকে ঢিল মেরে খুনের আসামি

২৭ অক্টোবর ২০১০

দুর্নীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থা ১২, তবে গত একবছরে পরিস্থিতি বদলায়নি৷ রয়েছে ভারতীয় ক্রিকেটারের বাংলাদেশ বন্দনার খবর৷ আর বাংলাদেশ বিমানের বৈমানিকদের ধর্মঘটে উড়ালে অচলাবস্থার আশঙ্কা৷

https://p.dw.com/p/Pofj
ফাইল ফটোছবি: AP

দুর্নীতিতে বাংলাদেম ১২তম

‘বাংলাদেশ দুর্নীতিতে ১২তম' - দৈনিক যুগান্তর করেছে এই শিরোনাম৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ একধাপ নেমেছে৷ তবে, পয়েন্ট এবারো আগের বছরের সমান, ২ দশমিক ৪৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘দুর্নীতি একটুও কমেনি'৷ মঙ্গলবার বিভিন্ন দেশের দুর্নীতির এই খতিয়ান প্রকাশ করে টিআই৷ একইসঙ্গে বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার সুপারিশ করেছে সংস্থাটি৷ দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, বাংলাদেশের অবস্থান ১২'৷

বাংলাদেশের প্রশংসায় হারভজন

দৈনিক কালেরকণ্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘হারভজনের মুখে বাংলাদেশ-স্তুতি'৷ নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ৪-০তে সিরিজ হারানোর পর এই প্রশংসা হারভজনের৷ তাঁর মতে, এতে প্রমাণ হয় বাংলাদেশ আসলে কতটা উন্নতি করেছে৷ বলাবাহুল্য, এর আগে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কঠোর সমালোচক ছিলেন ভারতীয় এই স্পিনার৷ একই বিষয়ে দৈনিক যুগান্তর জানাচ্ছে, ‘নিজেদের মাঠে বাংলাদেশ বরাবর বিপজ্জনক: বলেছেন হারভজন সিং'৷

বিমানের বৈমানিকদের ধর্মঘট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর শিরোনাম, ‘চারজনকে অব্যাহতির পর বিমানে বৈমানিক ধর্মঘট'৷ চার বৈমানিককে শাস্তির আদেশ দেওয়ায় বাংলাদেশ এয়ারলাইন পাইলট এসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে৷ এই খবরটি জায়গা পেয়েছে দৈনিক কালেরকণ্ঠেও৷ শিরোনাম, ‘অসুস্থতা দেখাচ্ছেন পাইলটরা, বিমান অচল হওয়ার আশঙ্কা'৷ মঙ্গলবার রাত থেকে বৈমানিকদের সংগঠনের সদস্যরা উড়োজাহাজ চালানো থেকে বিরত রয়েছেন৷ তাই হজ উড়ালসহ বিমান অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘পাঁচ পাইলট সাসপেন্ড, বাপা'র ধর্মঘটে বিমানের সিডিউল ভেঙ্গে পড়েছে'৷

মৌচাকে ঢিল

‘মৌচাকে ঢিল মেরে মহাবিপদ!' - দৈনিক সমকাল দিচ্ছে এই খবর৷ ভিমরুলের বাসায় খেলাচ্ছলে ঢিল মেরেছিল উজ্জ্বল৷ কিন্তু ঢিল খেয়ে মৌচাক থেকে বেরিয়ে আসে ভিমরুলের দল, আক্রমণ করে সাধারণ মানুষকে৷ ফলে প্রাণ হারায় এক শিশু ও বৃদ্ধা৷ বর্তমানে হত্যা মামলার আসামি উজ্জ্বল৷ তার বয়স মাত্র ১৩ বছর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম