1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোটা বাবার মেয়েদের ডায়াবেটিসের আশঙ্কা

২১ অক্টোবর ২০১০

ডায়াবেটিস নামে পরিচিত বহুমূত্র রোগ এখন সবার কাছেই বেশ চেনা৷ ডায়াবেটিস থেকে বাঁচতে মানুষের সতর্কতার শেষ নেই৷ আবার যারা আক্রান্ত তাদের নিয়মিত মেনে চলতে হয় হাজার রকম বিধি-নিষেধ৷ বিজ্ঞানীরাও থেমে নেই৷

https://p.dw.com/p/Pjd7
Man, Fat, Diabetes, Daughter, মোটা, বাবা, মেয়ে, ডায়াবেটিস,
ছবি: picture-alliance/ dpa

বৃহস্পতিবার বিজ্ঞানীরা প্রকাশ করলেন ডায়াবেটিস নিয়ে তাঁদের নতুন গবেষণার ফল৷ জানালেন, বেশি পরিমাণ চর্বি জাতীয় খাবার খান যেসব পিতা, তারা তাদের মেয়েদের অধিকহারে ডায়াবেটিসের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন৷ পারিপার্শ্বিক নানা কারণে এমন গবেষণা মানবদেহে চালানো কঠিন বলে গবেষণাটি করা হয়েছে ইঁদুরের দেহে৷ গবেষণার ফল প্রকাশ করা হলো ‘নেচার' নামক সাময়িকীতে৷

সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্গারেট মরিস বলেন, ‘‘এই গবেষণার ফল যদি মানুষের শরীরেও সঠিক প্রমাণিত হয়, তবে ডায়াবেটিস রোগের সংক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত মোটা হওয়ার প্রভাব রয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে৷'' এর আগে গবেষণায় অনাগত সন্তানের উপর গর্ভবতী নারীদের দেহের ওজন এবং স্বাস্থ্যের প্রভাব লক্ষ্য করা গেছে৷ কিন্তু এবার পিতার স্বাস্থ্য এবং জীবনযাত্রারও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে দেখা যাচ্ছে৷ তিনি আরো বলেন, ‘‘এই ফল থেকে এটা স্পষ্ট যে, গর্ভধারণের সময় পিতা-মাতা উভয়ের বিপাক ক্রিয়া, সুস্থতা, রক্তে গ্লুকোজের পরিমাণ এবং দেহের ওজন সন্তানের উপর প্রভাব ফেলতে পারে৷''

প্রধান গবেষক একই বিশ্ববিদ্যালয়ের শিউ ফ্যাঙ জানান, এই গবেষণায় জিনগত দিক থেকে একই ধরণের দুই দল পুরুষ ইঁদুর নেওয়া হয়েছিল৷ এদের এক দলকে নিয়মিত উচ্চ চর্বিযুক্ত খাবার দেওয়া হতো৷ অন্য দলটিকে দেওয়া হতো স্বাভাবিক খাবার৷ দেখা গেছে, প্রথম দলটির ইঁদুরগুলো অতিরিক্ত মোটা এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে৷ এখানেই শেষ নয়, এই দুই দল ইঁদুরের পরবর্তী প্রজন্মের উপর গবেষণায় দেখা গেছে, মোটা এবং ডায়াবেটিসে আক্রান্ত পুরুষ ইঁদুরগুলোর মেয়ে সন্তানদের দেহে ১৩তম সপ্তাহেই ধরা পড়েছে ডায়াবেটিসের লক্ষণ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য