1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়ের ক্ষতবিক্ষত লাশ পাহারায় বাবা

১৭ সেপ্টেম্বর ২০১০

শাওনের অস্ত্র ব্যবহার করে, শাওনের গাড়িতেই ইব্রাহিমকে হত্যা করা হলেও শাওন নির্দোষ৷ এমনটাই দাবি করেছেন ঢাকার পুলিশ কমিশনার৷ রয়েছে বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের খবর৷

https://p.dw.com/p/PEDv
বাংলাদেশে নির্যাতনের পর হত্যার খবর শোনা যায় মাঝেমাঝেই (প্রতিকি ছবি)ছবি: BilderBox

ইব্রাহিম হত্যা নিয়ে মূল শিরোনাম

‘আল্লাহকে হাজির নাজির করে বলছি শাওন নির্দোষ' – শিরোনাম দৈনিক ইত্তেফাকের৷ যুবলীগ কর্মী ইব্রাহিমের মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক৷ কিছুদিন আগে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের অস্ত্রের গুলিতে নিহত হন ইব্রাহিম৷ তবে, এই হত্যাকাণ্ডের সঙ্গে শাওন জড়িত নয় বলে দাবি পুলিশ কমিশনারের৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘ইব্রাহিম হত্যাকাণ্ড, তদন্ত চলাকালেই সাফাই!' হত্যা মামলার তদন্ত শেষ হবার আগেই পুলিশ কমিশনার এমন মন্তব্য অবাক করেছে অনেককে৷ প্রথম আলো এই বিষয়টির দিকেই মূলত নজর দিয়েছে৷

এদিকে, কঠোর গোপনীয়তায় সাংসদ শাওনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ দৈনিক যুগান্তর এই বিষয়ে জানাচ্ছে, ‘গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ: অনেক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেলেন এমপি শাওন'৷

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের খোঁজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘পলাতক কয়েক আসামির অবস্থান জানা গেছে'৷ আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের একথা জানিয়েছেন৷ পলাতক ছয় আসামির বর্তমান অবস্থান জানতে পেরেছে বাংলাদেশ৷ তাদেরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কিছু আইনি জটিলতা রয়েছে বলে মত শফিক আহমেদের৷

শিশুপার্কের বেহাল দশা

দৈনিক প্রথম আলো এই বিষয়ে লিখেছে, ‘শহীদ জিয়া শিশুপার্ক দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছে না'৷ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে এই শিশুপার্কের অবস্থান৷ সেখানকার অধিকাংশ খেলনার অবস্থা নাজুক৷ এসবের ব্যবহারও এখন বিপজ্জনক বলে দাবি প্রথম আলোর৷ ঢাকার মধ্যবিত্ত পরিবারের শিশুদের একমাত্র বিনোদনের উৎস এই শিশুপার্ক৷ তাই এর আশু সংস্কার প্রয়োজন৷

মেয়ের লাশ পাহারায় বাবা

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘ছয় ঘণ্টা পাহারার পর উল্টে দেখলেন লাশটি তাঁরই মেয়ের'৷ চাঁপাইনবাবগঞ্জের ঘটনা এটি৷ ছয়ঘণ্টা একটি লাশ পাহারা দেন চৌকিদার সোহরাব আলী৷ এরপর পুলিশ এলে সোহরাব লাশটি উল্টিয়ে দেখলেন, তাঁর মেয়েকেই কারা যেন হত্যা করে ফেলে রেখে গেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন