1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের আর ছেলেদের খেলনার মধ্যে তফাৎ

৪ ফেব্রুয়ারি ২০১১

সেটা কিছু কিছু দেশে স্বাভাবিক বলে গণ্য হলেও, বিশ্বের বৃহত্তম খেলনা প্রদর্শনী, জার্মানির নুরেমবের্গ টয় ফেয়ারে কিন্তু ঐ ফারাকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷

https://p.dw.com/p/10AU4
মেয়েদের খেলনা!ছবি: AP

বৃহস্পতিবার শুরু হয়েছে নুরেমবের্গের খেলনা প্রদর্শনী৷ সারা বিশ্ব থেকে আগত প্রায় ২,৭০০ কোম্পানি তাদের খেলনার নমুনা দেখাচ্ছে এবং অর্ডার বুক করার আশা করছে - যদিও তাদের ক্যাটালগে লাখ দশেক খেলনার অফার পাওয়া যাবে৷ কিন্তু এবার এই সব ধুরন্ধর খেলনা নির্মাতাদের মূল আলোচ্য বিষয় হল, কিভাবে ছেলেদের খেলনাকে এমন ভাবে সাজানো-গোছানো যায়, যা'তে সেগুলো মেয়েদের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে৷

যেমন বিজ্ঞান কি স্পোর্টস ভিত্তিক খেলনার মোড়ক কি বিজ্ঞাপনে প্রধানত ছেলেদেরই দেখা যায়৷ মেয়েরা তা'তে থাকলেও, থাকে সহকারী কিংবা দর্শক হিসেবে৷ কাজেই প্রয়োজন এমন প্যাকেজিং'এর, যা'তে মেয়েদের আরো সক্রিয় ভূমিকায় দেখা যাবে৷ তবে হংকং'এর এক কোম্পানি যেমন তাদের খেলনার হেলিকপ্টারগুলো গোলাপি অথবা হলদে রং করেই বাজার মাত করার তাল করছে, সেভাবে চলবে না৷

Deutschland Spielwaren Messe Nürnberg 2008 Wasserstoff Spielzeugauto
ছেলেদের খেলনাছবি: AP

অবশ্য এক ধরণের খেলনা আছে, যার আকর্ষণ ছোট ছোট ছেলে অথবা মেয়ে, দু'দলের কাছেই অসীম৷ যেমন ছয় থেকে দশ বছরের ক্ষুদে ‘‘গুপ্তচরদের'' জন্য তৈরি জেমস বন্ডের কায়দার একটি বিশেষ ধরণের রিস্টওয়াচ৷ এই ‘স্পাইনেট ভিডিও ওয়াচ' ঘড়িটি এবার প্রদর্শনীর সেরা খেলনার খেতাব পেয়েছে৷ এ'তে একটি ভিডিও ক্যামেরা এবং লাই ডিটেক্টর লাগানো আছে৷ অথচ সাধারণ ঘড়ির মতোই এ'তে সময়ও দেখা যায়৷

Symbolbild Reformen Legosteine
কিন্তু লেগো’র এখনও জয়জয়কারছবি: AP

মজার কথা, প্রথাগত খেলনাগুলোর বাজার কিন্তু এই ইলেকট্রনিক্সের যুগেও সরগরম - যেমন লেগো'র মতো তথাকথিত ‘কনস্ট্রাকশন টয়'৷ বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট আর সব কিছু দিতে পারে, কিন্তু, ধরা, ছোঁয়া, স্বাদ, গন্ধের মতো কোনো শারীরিক অনুভূতি নয়৷ তাই গতবছর জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে ডেনমার্কের লেগো কোম্পানি তাদের বিল্ডিং ব্লকগুলোর বিক্রি বাড়িয়েছে ১৫ শতাংশ৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই