1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল ব্রাউজারে সবার গন্তব্য ফেসবুক

৫ ফেব্রুয়ারি ২০১০

শুধু ইন্টারনেট জগত নয়, মোবাইলেও নাকি সেরা ফেসবুক৷ অন্তত কাগজে-কলমে প্রচার হচ্ছে তাই৷ ইন্টারনেটে মোবাইল ব্যবহারকারীরা নাকি বেশিরভাগ সময়ে প্রথমেই ঢোকেন ফেসবুকে৷ আর মোবাইলে বেশিরভাগ সময়ও ব্যয় করেন ফেসবুকে৷

https://p.dw.com/p/LtgY
ফাইল ফটোছবি: picture-alliance / KPA

এই দেখুননা, গত ডিসেম্বরে ব্রিটেনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশই নাকি পড়ে থেকেছে ফেসবুক নিয়ে৷ এসময় ১৬ মিলিয়ন ব্রিটিশ নাগরিক ইন্টারনেটে ঢুকেছে মোবাইল ব্যবহার করে৷ ব্রাউজ করেছে ৬.৭ বিলিয়ন ওয়েবপেজ আর এর পেছনে সময় ব্যয় হয়েছে ৪.৮ বিলিয়ন মিনিট!

জিএসএম অ্যাসোসিয়েশন আর কমস্কোর এর দেয়া এই তথ্যে দেখা যাচ্ছে, মোবাইলে ব্রিটিশ নাগরিকদের সবচেয়ে প্রিয় গন্তব্য ফেসবুক৷ ফলে শুধু ডিসেম্বরে মোবাইল ফেসবুকের ২.৬৪ বিলিয়ন পেজ ভিজিট করেছে তারা৷

স্বভাবতই, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বেশ উচ্ছ্বাসিত এমন খবরে৷ কারণ তাদের দেয়া মোবাইল ইন্টারনেট সেবা ব্যবহারের ছুতো হয়ে উঠেছে ফেসবুক৷ আর তাই তারা চাইছে, ফেসবুকের ব্যবহার আরো বাড়ুক, মানুষ আরো সময় নষ্ট করুক মোবাইল ফেসবুকে৷

আচ্ছা বলুনতো, চাঁদে পা রাখা প্রথম মানুষটির নাম কি? চোখ বুঁজে জবাব দেবেন, নিল আমর্স্ট্রং৷ কিন্তু দ্বিতীয় মানুষটি কে? মনে নেই তাইতো! থাকার কথাও নয়, দ্বিতীয় ব্যক্তির নাম খুব কম মানুষই মনে রাখে৷ কি ভাবছেন, ব্যাটা হিন্দি ছবির ডায়লগ মেরে দিল৷ আপনি যাই ভাবুন, আসল সত্য সেটাই৷ বিশ্বাস না হলে পরেই প্রশ্নের জবাব দিন, ব্রিটেনের মোবাইল ইন্টারনেটে দ্বিতীয় অবস্থানটি কার? থাক্, আমিই বলে দিচ্ছি৷ সেখানে আছে গুগল-এর নাম৷ ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল মোবাইলে নেমে গেছে দ্বিতীয় অবস্থানে৷ আহা রে, ভবিষ্যতে আবার চাঁদে নামা দ্বিতীয় মানুষটির অবস্থা যেন না হয় গুগলের৷

ও হ্যাঁ, প্রতিবেদনটি লিখতে শুরু করেছিলাম ফেসবুকের ৬ বছর নিয়ে৷ কিন্তু চলে গেলাম কিনা এর মোবাইলে জনপ্রিয়তা নিয়ে! গরুর রচনায় নদীর গল্পের মতো লাগছে না তো৷ ঐ যে, পরীক্ষায় খাতায় গরুকে নদীতে নামিয়ে তারপর নদীর বর্ণনা দিয়েছিল কোন এক শিক্ষার্থী৷

যাই হোক, ছয় বছরে পদার্পণের পর ফেসবুক জানিয়েছে, তাদের ব্যবহারকারী ছাড়িয়েছে ৪০০ মিলিয়নের কোঠা৷ জন্মদিনে খানিকটা চেহারাও পাল্টিয়েছে ফেসবুক৷ তা নিয়ে নাকি আবার বিড়ম্বনায় ইউজাররা৷ এই বিষয়ে লেখার ইচ্ছা থাকলো ভবিষ্যতে৷ আপাতত নব ফেসবুককে রপ্ত করার চেষ্টায় থাকুন আপনারা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক