1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসি নয়, রোনাল্ডো নয়, কাকা নয় - পল!

১১ জুলাই ২০১০

২০১০ বিশ্বকাপের আসল স্টার হল জার্মানির ওবারহাউজেনের এক অক্টোপাস৷ জার্মানির ছ’টি খেলারই ফলাফল ভবিষ্যদ্বাণী করেছে সে৷ আজ স্পেন বনাম নেদারল্যান্ডস ফাইনালে তার বাজি স্পেনের ওপর৷

https://p.dw.com/p/OGBh
আসল তারকা পলছবি: AP

মেরুদণ্ডবিহীন প্রাণীদের মধ্যে আট পা - কিংবা হাত, কিংবা শুঁড় - ওয়ালা এই জীবটির বুদ্ধির পরিচয় বার বার পেয়েছেন বিজ্ঞানীরা৷ কিন্তু তার যে জ্যোতিষশাস্ত্রও জানা আছে, সে যে ফুটবলের গণক, তা কে জানতো! দু'বছর বয়সী সেফালোপড পল থাকে জার্মানির ওবারহাউজেন শহরে, সী লাইফ এ্যাকোয়ারিয়ামে৷ তাকে দুটি প্লাস্টিকের স্বচ্ছ বাক্সে একই ধরণের কোনো সুখাদ্য ধরে দিলে, সে তার একটিতে হাত - কিংবা শুঁড় বাড়ায়৷ এবং বাকসো দু'টিতে বিশেষ কোনো দেশ কিংবা দলের ফ্যাগ রাখা থাকলে, তার থেকে বোঝা যায়, আগামী খেলায় কে জিতবে৷ এভাবেই জার্মানির ছ'টি খেলার সব ক'টির হারজিত আগে থেকে নির্ভুলভাবে বলে দিয়েছে পল: মায় গ্রুপ পর্যায়ে সারিবয়ার কাছে জার্মানির হার এবং পরে সেমিফাইনালে স্পেনের কাছে জার্মানির হার পর্যন্ত৷

আয় তোকে ভেজে খাই!

কাজেই জার্মান ফ্যানরা এখন পল'কে জনসমক্ষে ভেজে খাওয়ার প্রস্তাব দিয়েছে! ওদিকে পল আরেক কাণ্ড বাধিয়ে বসে আছে গত শুক্রবার টেলিভিশন ক্যামেরার সামনে ফাইনালে স্পেনের জয়ের ভবিষ্যদ্বাণী করে৷ অবশ্য এবার সব স্পেনীয়রা তার ফ্যান এবং সব ওলন্দাজরা তাকে ভেজে খেতে চায় - কি বিপদ! পলের জন্য যে দুনিয়ায় কতো রকমের কীর্তিই ঘটছে: কিছু স্পেনীয় ব্যবসায়ী তাকে ৩,০০০ ইউরোয় কিনতে চায়৷ স্পেনের গ্যালিসিয়ায় অক্টোপাস পলের ছোটখাটো স্বগোত্রদের খাওয়াটাই হল আসল মজা: সেখানেই তারা পলকে বিজ্ঞাপন করে রাখতে চায়৷ পল সেই সঙ্গে ফুটবলের ভবিষ্যদ্বাণীও করতে পারবে৷ ‘পুলপো পল' নামে সে এখনই স্পেনে বিখ্যাত৷ তার ওপর যদি স্পেন আজ ফাইনালে জেতে, তাহলে তো কথাই নেই৷

Paul Orakel Deutschland Uruguay
জার্মানির ছ’টি খেলারই ফলাফল ভবিষ্যদ্বাণী করেছে সে৷ছবি: AP

নিরামিশ নয়, নিরক্টোপাস

খোদ মার্কিন মুলুকের এক নামকরা স্পেনীয় ‘শেফ' বা রন্ধনশিল্পী, হোসে আন্দ্রেস তাঁর তিন তিনটে ‘জালেও তাপাস' রেস্তোরাঁর মেনু থেকে যাবতীয় অক্টোপাস বাদ দিয়েছেন - পলের সম্মানে৷ স্বয়ং শাকিরা বলেছেন যে, তিনি স্পেনের সমর্থক এবং স্পেনের জয়ের জন্য পলের উপরেই নির্ভর করছেন৷ ওদিকে ওলন্দাজরা পলের জোড়োয়া এক মহিলা অক্টোপাসকে খুঁজে বার করেছে, যার নাম পলিন৷ পলিন নাকি তার প্রথম প্রচেষ্টাতেই নেদারল্যান্ডসকেই জয়ী নির্দ্দিষ্ট করেছে৷

পল, পলিন, পলা এবং মানি

ব্যাংককের কুখ্যাত ক্লং প্রেম কারাগার৷ এখানে বহু বিদেশী আটক আছে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে৷ তাদের মধ্যে প্রতি দেশের সাতজন করে কয়েদী নিয়ে টীম তৈরী করে একটি ‘‘বিশ্বকাপ'' সংঘটিত হয়েছে৷ সেই বিশ্বকাপে সদ্য এই শনিবার জিতেছে ইটালি, মার্কিনিদের বিরুদ্ধে৷ খেলার ফলাফল কিন্তু আগে থেকেই বলে দিয়েছিল পলা নামের এক গিনিপিগ, জেলের কয়েদীদের পোষ্য একটি জীব৷ ওদিকে সিঙ্গাপুরের মানি নামধারী এক টিয়াপাখি শুক্রবার তার খাঁচা থেকে বেরিয়ে যে কাগজটি নেয়, তা'তে ওলন্দাজ পতাকা আঁকা ছিল৷ অথচ ঐ মানিই নাকি তিন দিন আগে স্পেনের জয়ের ভবিষ্যদ্বাণী করেছে৷ মানির মালিক হলেন এম মুনিয়াপ্পান, আদতে আমাদের উপমহাদেশের লোক৷ তিনি ঠিকুজি-কুষ্ঠির জন্য নেন ১০ সিঙ্গাপুরি ডলার, কিন্তু ফুটবলের ভবিষ্যদ্বাণীর জন্য ৫০ ডলার চার্জ করছেন৷

কে জানে পল মনুষ্যপ্রকৃতি সম্পর্কে কি বলতো!

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম