1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোর সুন্দরী হিমেনার মাথায় মিস ইউনিভার্সের মুকুট

২৪ আগস্ট ২০১০

টান টান উত্তেজনা৷ কার মাথায় যায় বিশ্ব সুন্দরীর মুকুট! বিভিন্ন দেশ থেকে এসেছেন সুন্দরীরা৷ একে একে অনেক ধাপ অতিক্রম করে এবার ফাইনাল... মানে চূড়ান্ত পর্ব৷ তাই উত্তেজনা তো থাকবেই!

https://p.dw.com/p/Ouo4
হিমেনা নাভারিতার মাথায় শোভা পাচ্ছে বিশ্ব সুন্দরীর মুকুটছবি: AP

আর সম্পূর্ণ এই রঙিন অনুষ্ঠানে অবশেষে নানা দামি ধাতুয় গড়া মুকুটটি গিয়ে বসলো মেক্সিকোর সুন্দরী হিমেনা নাভারিতার মাথায়৷ সকলের মধ্যে যোগ্য হয়ে তিনিই জয় করে নিলেন এবারের মিস ইউনিভার্সের মুকুট৷

বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে থেকে বাছাইপর্বে উঠে আসা আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা অথবা যুক্তরাষ্ট্রের সুন্দরীকে সৌন্দর্য্য প্রতিযোগিতায় হারিয়ে সোমবার রাতে মিস ইউনিভার্স হিসেবে চুড়ান্ত বিজয়ী নির্বাচিত হন মেক্সিকান সুন্দরী হিমেনা৷

২২ বছর বয়সী নাভারিতা এসেছেন গুয়াদালাহারা থেকে৷ ১৫ বছর বয়স থেকে মডেলিং করেন নাভারিতা৷ কিন্তু মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নেয়ার জন্যে এগুলো তেমন কোন প্রস্তুতি নয়৷ সোমবার সন্ধায় রক্ত লাল রুবী রঙের ইভিনিং গাউন পড়েছিলেন নাভারিতা৷ আর ঔজ্জ্বল্য যেন তাকে ছাপিয়ে গিয়েছিল৷

বিশ্বের সব সুন্দরীকে হার মানিয়ে কালো চুলের এই শ্যামবর্ণা সুন্দরী মিস ইউনিভার্সের মুকুট জয়লাভের পর বলেন, আমি বিস্মিত, আমি একেবারেই আশ্চর্য হয়ে গিয়েছি৷ তিনি বলেন, কোন কিছুই আমার মাথায় ঢুকছিল না, আমি আনন্দে, বিহ্বলতায় ভিষণ রকমের ধাক্কা খেয়েছিলাম৷

রানার-আপ মিস জ্যামাইকা ইয়েন্দি ফিলিপসকে হারিয়ে, নাভারিতা মিস ইউনিভার্সের খেতাব জয় করেছেন এই ঘোষণার সাথে সাথেই নাভারিতার মাথায় পরিয়ে দেয়া হয় হীরে আবৃত মুকুট৷ নিউ ইয়র্ক ফিল্ম একাডেমীতে একবছরের স্কলারশীপ দেয়া হয়েছে নাভারিতাকে৷ এবং একবছরের জন্যে তিনি জুতো, পোশাক এবং চুলের বিভিন্ন পণ্য সরবরাহ পাবেন৷

মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন নাভারিতাকে টুইটারে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন৷ ২০০৯ সালে মিস ইউনিভার্স ছিলেন ভেনেজুয়েলার স্টেফানিয়া ফার্নান্দেজ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সাগর সরওয়ার