1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মরক্কোয় নারীদের ‘বিপ্লব’

৩১ মে ২০১৫

মর্শিদাত৷ মরক্কোর সমাজ জীবনে এক নীরব বিপ্লবের নাম৷ বিপ্লবের নেতৃত্বে আছে নারীরা৷ তাঁরা সবাইকে বলছেন, ‘‘আল্লাহ মেয়েদের নিজের স্বামী বেছে নেয়ারও অধিকার দিয়েছেন৷ বলেছেন এ অধিকার প্রতিষ্ঠায় মেয়েরা প্রতিবাদীও হতে পারেন৷’’

https://p.dw.com/p/1FYyW
Illegale Abtreibung in Marokko
ছবি: DW

টমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রতিবেদনে হানানে নামের এক মর্শিদাত এক কিশোরীকে ওই বয়সে বিয়ে না করার পরামর্শ দিতে গিয়ে বলেছেন, ‘‘আল্লাহ মেয়েদের নিজের স্বামী বেছে নেয়ার অধিকার দিয়েছেন৷ বলেছেন এ অধিকার প্রতিষ্ঠায় মেয়েরা বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারে৷'' মাত্র চার বছর বয়সেই পরিবার বিয়ে ঠিক করে রেখেছিল বলে আগ্রহ থাকা সত্ত্বেও মেয়েটি আর লেখাপড়া করতে পারছেনা৷ সে কারণেই মেয়েটিকে ইসলামে নারীর অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছিলেন হানানে৷

মরক্কোর সমাজে নীরব বিপ্লব শুরু করা এই মরশিদাতদের নিয়ে তৈরি হয়েছে ছবি৷ ছবির নাম, ‘কাসাব্লাঙ্কা কলিং'৷ টুইটারে অনেকেই লিখেছেন ছবিটি নিয়ে৷

একজন ‘কাসাব্লাঙ্কা কলিং' ছবির ট্রেলারসহ একটা নিউজলিঙ্কও শেয়ার করেছেন,

কিছু লিঙ্কে মর্শিদাতদের তুলে ধরা হয়েছে ‘মরক্কোর সমাজের নীরব বিপ্লব' এবং ‘মুসলিম বিশ্বে বিরল এক পরীক্ষা' হিসেবে৷

আরেকজন টুইট করেছেন চরমপন্থার বিরুদ্ধে কাজ করার জন্য নারীদের প্রশিক্ষণ দেয়ার খবর৷

মরক্কোর সমাজে চিন্তা-চেতনাতেও পরিবর্তন নিয়ে আসছেন মরশিদাতরা৷ বার্তাসংস্থাকে এক মর্শিদাত বলেছেন, মুসলিম সমাজে মেয়েদের অবস্থা ভালো করতে হলে অজ্ঞতা আর গোঁড়ামি ঝেড়ে ফেলে ইসলামের প্রকৃত আলোকে আলোকিত, গর্বিত মুসলমান হতে হবে৷ তিনি বলেন, ‘‘মনে রাখতে হবে আমাদের ধর্মে নারী আর পুরুষের সমান অধিকার৷ সেখানে কোনো পার্থক্য নেই৷ ''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য