1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকার, দায়ী মুক্তিযোদ্ধারাই

৮ ডিসেম্বর ২০১০

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো অসম্পূর্ণ৷ বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় ঢুকে গেছে অমুক্তিযোদ্ধা৷ এগুলো যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ চলছে৷

https://p.dw.com/p/QSmR
Indian, army, soldiers, martyrs Vijay Divas, Victory Day, India, Pakistan, Indian, 1971 war, Bangladesh, স্বাধীনতা, অস্ত্র, বাংলার মানুষ, মুক্তিযোদ্ধা, রাজাকার,
স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক মুহূর্তছবি: AP

মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় স্বাধীনতা বিরোধী রাজাকারদের নামও ঢুকে গেছে৷ আর রাজাকারদের মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে মুক্তিযোদ্ধারাই সহায়তা করেছে৷ যখন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তখনই তাদের নাম বাদ দেয়া হচ্ছে৷ তালিকাভুক্ত করা হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের৷

একাত্তরে গণহত্যার জন্য দায়ী রাজাকার, আলবদর আর স্বাধীনতা বিরোধীদের আলাদা তালিকা প্রকাশ করা উচিত বলে মনে করেন প্রতিমন্ত্রী৷ তিনি জানান, রাজাকারদের তালিকা সরকারের কাছেই রয়েছে৷ সরকার সিদ্ধান্ত দিলে তা প্রকাশ করা হবে৷ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চায় স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে নতুন প্রজন্মকে সচেতন করতে৷

প্রতিমন্ত্রী জানান, এখন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার৷ এই সংখ্যা আরো বাড়বে৷ কারণ এতদিন অনেক মুক্তিযোদ্ধা নানা প্রতিকূলতার কারণে নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেননি৷ আর মুক্তিযোদ্ধাদের ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে শিগগিরই ৩ হাজার টাকা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই