1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

২৮ নভেম্বর ২০১৬

মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সীমান্ত থেকে আবার সেদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ৷ সোমবারও রোহিঙ্গাদের বহনকারী কয়েকটি নৌকাকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে দেয়নি সীমান্তরক্ষীরা৷

https://p.dw.com/p/2TODz
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/D. Pohan

বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়া রোহিঙ্গাদের তাঁর দেশে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তবে সেই আহ্বানে সাড়া দেয়নি সরকার, বরং রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলোকে নাফ নদী থেকেই ফেরত পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী৷ সোমবারও রোহিঙ্গাদের বহনকারী অন্তত আটটি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম৷

রোহিঙ্গাদের অভিযোগ, রাখাইন প্রদেশে তাদের উপর ধর্ষণ, নির্যাতন এবং হত্যা করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী৷ তাই জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে তারা৷ তাদের বাংলাদেশে আশ্রয় দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ও অনুরোধ করেছে৷ তবে বাংলাদেশ সরকার মনে করে, রোহিঙ্গাদের বিষয়টি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং তাদের রক্ষায় মিয়ানমার সরকারকে আরো উদ্যোগ নিতে হবে৷

মিয়ামনার সরকার অবশ্য দাবি করেছে, রোহিঙ্গাদের নয়, গতমাসে পুলিশ চেকপোস্টে হামলাকারী ‘সন্ত্রাসীদের' ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী৷ তবে  জাতিসংঘ মনে করে, মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হচ্ছে তা একটি জাতিকে নির্মূল করার প্রয়াসের সঙ্গে তুলনীয়৷

এদিকে, রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিভিন্ন স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, রোহিঙ্গাদের রক্ষায় সেদেশের শান্তিতে নোবেল জয়ী জননেত্রী অং সান সূচি কী করছেন? নিজের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরব সূচি অবশ্য রোহিঙ্গা ইস্যুতে বেশ নীরব৷ তাঁর তরফ থেকে সর্বশেষ খবর হচ্ছে, আগামী মাসে পূর্বপরিকল্পিত ইন্দোনেশিয়া সফর পিছিয়ে দিয়েছেন তিনি৷ রোহিঙ্গাদের রক্ষার দাবিতে সেদেশে বিক্ষোভ চলায় এবং জাকার্তায় মিয়ানমারের দূতাবাসে বোমা হামলার পরিকল্পনার কথা জানাজানি হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন সূচি৷

উল্লেখ্য, এ পর্যন্ত ত্রিশ হাজারের মতো রোহিঙ্গা মিয়ানমার ত্যাগ করে অন্যত্র চলে গেছেন৷ তাদের একটি বড় অংশই অবস্থান করছে পাশের দেশ বাংলাদেশে৷ মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া হয় না৷ ফলে স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ সাধারণ নাগরিক সুযোগ-সুবিধাও পান না তারা৷ শুধু তাই নয়, স্বাভাবিক সময়েও মিয়ানমারে তাদের চলাফেরা বেশ সীমিত৷

এআই/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য