1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষ পানির পাম্প

মানুয়েলা কাসপার-ক্ল্যারিজ / এআই১৬ নভেম্বর ২০১৩

জিম টেলর ২০০৪ সাল থেকে মিয়ানমারে বসবাস করছেন৷ এক বর্মী মেয়েকে বিয়ে করেছেন তিনি, যার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল যুক্তরাষ্ট্রে৷ তাঁরা দু’জনে মিলে মিয়ানমারে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন৷

https://p.dw.com/p/1AIK5
Local farmers collect water weed from the sea bed of Inle Lake, which will be used as natural fertilizer, in Shan State, in the eastern region of Myanmar, on October 15, 2008. AFP PHOTO / KHIN MAUNG WIN (Photo credit should read KHIN MAUNG WIN/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

টেলর এবং তাঁর টিম সেচের জন্য বিশেষ পানির পাম্প তৈরি করেছেন৷ সহজ এই সেচ ব্যবস্থার কারণে গ্রামে চাষাবাদ ও আয় অনেক বেড়ে গেছে৷ কৃষকরা এখন শসা চাষ করতে পারছেন৷ বছরে তিনবার ফসল ফলান অনেকে, যা আগে একরকম অসম্ভব ছিলো৷

বিশেষ পানির পাম্প প্রসঙ্গে সামাজিক উদ্যোক্তা জিম টেলর বলেন, ‘‘প্রথম পাম্পটির ছবি আমাদের অফিসে আছে৷ শুরুতে আসলে আমরা এগুলো বানাইনি৷ পনেরটি পাম্প ভারত থেকে আমদানি করেছিলাম৷ এরপর ইয়াঙ্গনের উত্তরের একটি গ্রামে সেগুলো নিয়ে যাই এবং বসাই৷ কৃষকরা সেগুলোর চারপাশে ভিড় করে এবং ব্যাপক উৎসাহ দেখায়৷ তখনই বুঝতে পারি সঠিক যন্ত্রটি খুঁজে পেয়েছি আমি৷''

গত কয়েক শতক ধরে কাঁধে করে পানি বহন করছে মিয়ানমারের মানুষ৷ আর হাড়ভাঙা খাটুনির এই কাজ সাধারণত নারীই করেন৷ কিছু গ্রামের পরিস্থিতি অবশ্য ভিন্ন৷ গ্রামের অনেক বাড়ির সদর দরজার কাছে বসানো রয়েছে পানির পাম্প৷ এই পাম্প বসানো বেশ সহজ, খরচও কম৷ আর এগুলো বেশ মজবুত৷

জিম টেলর কৃষকদের জীবনমানের উন্নয়নে পণ্য তৈরি করছেন৷ তিনি এসব পণ্য বিনামূল্যে বিতরণ করেন না৷ আর অনেক কৃষকের পক্ষে পুরো টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব হয়না৷ তাই কিস্তির মাধ্যমে পণ্য কেনার ব্যবস্থা করেছেন টেলর৷ তিনি বলেন, ‘‘সামাজিক দিকটি হচ্ছে, আমাদের পণ্য সাধারণ মানুষের আয় বৃদ্ধিতে সহায়তা করে৷ ফলে তারা সন্তানদের স্কুলে পাঠাতে সক্ষম হন, ভালো খেতে পারেন এবং নিজেদের সম্পদ বাড়াতে পারেন৷''

উল্লেখ্য, প্রতি চারজনের একজন বর্মী দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন৷ টেলর এই পরিস্থিতি বদলাতে চান৷ ২০১১ সালে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দ্রুত সে দেশের উন্নতি হচ্ছে৷ উদ্যোক্তারাও এখন স্বাধীনভাবে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে পারছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য