1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে ২,২৫০ বছর আগের ব্রোঞ্জ মুদ্রা আবিষ্কার

৫ মে ২০১০

প্রাচীন মিশরের রাজা টলেমির শাসনামলের ব্রোঞ্জ মুদ্রা আবিষ্কার করেছে প্রত্নতত্ত্ববিদরা৷ সম্প্রতি মিশরের সাংস্কৃতিক মন্ত্রণালয় এই আবিষ্কারের কথা ঘোষণা করে৷

https://p.dw.com/p/NEY3
ফাইল ফটোছবি: AP

কায়রো থেকে প্রায় ৭৫ মাইল দূরে দক্ষিণের ফাইউন মরুভূমিতে প্রাচীন মিশরীয় রাজা তৃতীয় টলেমির রাজত্বের সময়কার বিভিন্ন প্রত্নসামগ্রী সন্ধানে খনন কাজ চালানোর সময় এই মুদ্রা পাওয়া যায়৷ ফাইউম মরুদ্যানের কারুন হ্রদের কাছে ২,২৫০ বছরের পুরানো ৩৮৩ টি প্রত্ন সামগ্রী বের করেন মিশরের একদল প্রত্নতত্ত্ববিদ৷

মন্ত্রণালয় জানায়, প্রত্নসামগ্রীগুলো ভাল অবস্থাতে রয়েছে৷ তাছাড়া, এই প্রথমবারের মত ফাইউমে উটপাখির ডিমের খোসা দিয়ে তৈরি কণ্ঠহারও পাওয়া গেছে৷

আবিষ্কৃত প্রতিটি ব্রোঞ্জ মুদ্রার ওজন ৩২ গ্রাম বা ১.১২ আউন্স৷ মুদ্রার এক পিঠে রয়েছে দেবতা আমুনের অবয়ব, আর অপর পিঠে গ্রিক ভাষায় লেখা রয়েছে রাজা তৃতীয় টলেমির নাম৷ এছাড়া একই দিকে এর সাথে রয়েছে তাঁর প্রতিকৃতি৷

এই খনন কাজ পরিচালনার সময় ৪২ মিলিয়ন বছর আগের তিমি মাছের মাথার খুলির কিছু অংশ পাওয়া গেছে বলেও জানায় মিশরের মন্ত্রণালয়৷

উল্লেখ্য, গ্রিক বংশোদ্ভূত টলেমিদের শাসনামল ছিল ৩৩০ খ্রীষ্টাব্দ থেকে ৩০ খ্রীষ্টাব্দ পর্যন্ত৷ আর রোমান শাসনামল শুরুর আগ পর্যন্ত তাঁরা মিশরে শাসন করেন৷ রানি ক্লিওপেট্রা ছিলেন ঐ রাজবংশের শেষ উত্তরাধিকারী ও শাসক৷

প্রতিবেদন: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক