1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে

৩১ জানুয়ারি ২০১১

মিশরে সরকার বিরোধী আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে৷ এছাড়া আগামীকাল মঙ্গলবার একটা বড়সড় মিছিলও করতে চাইছে তারা৷ এদিকে বিরোধী নেতা হিসেবে এল বারাদেই-কে মেনে নিতে চাইছেন না অনেক বিক্ষোভকারী৷

https://p.dw.com/p/107gn
অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল আন্দোলনকারীরাছবি: AP

সর্বশেষ পরিস্থিতি

কিছুক্ষণ আগে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে৷ সরকারি টেলিভিশন সূত্রে এ খবর জানা গেছে৷ বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন করা হয়েছে৷ এছাড়া আগের অনেক মন্ত্রীই রয়ে গেছেন৷ আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ব্যবসায়ীদের বাদ দেয়া হয়েছে৷ এদিকে আন্দোলনের কেন্দ্রস্থল কায়রোর তাহরির চত্বরে এখন হাজার হাজার বিক্ষোভকারী রয়েছে৷ এদের মধ্যে কেউ কেউ গতরাতেও সেখানে ছিলেন৷ তারা বলছেন মুবারক না যাওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন৷ বিক্ষোভকারীদের একজন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন৷ এছাড়া আগামীকালের মিছিলে প্রায় ১০ লক্ষ লোক সমাগমের পরিকল্পনা নিয়েছেন তারা৷ তবে সরকার এই পরিকল্পনা ঠেকাতে দেশ জুড়ে রেল চলাচল বন্ধ করে দিয়েছে৷ এদিকে আল-জাজিরার ছয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে৷ সেনা সদস্যরা ট্যাঙ্ক নিয়ে আন্দোলনকারীদের ঘিরে আছে৷ তবে বিবিসি বলছে, তারা বিক্ষোভকারীদের কিছু বলছেন না৷ এবং আন্দোলনস্থলে ঢুকতে, বের হতেও কাউকে বাঁধা দিচ্ছেন না৷ তবে ঢোকার সময় শুধু দেখে নিচ্ছেন কারও কাছে অস্ত্র বা আপত্তিকর কিছু আছে কি না৷ কায়রো ছাড়াও অন্যান্য শহরেও বিক্ষোভ চলছে৷

NO FLASH Ägypten Kairo Proteste
ছবি: picture-alliance/dpa

বারাদেই-কে নিয়ে বিভক্তি

প্রথমে খবর পাওয়া গিয়েছিল সরকার-বিরোধী প্রধান বিরোধী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড বারাদেই-কে মধ্যস্থতাকারী হিসেবে সমর্থন জানিয়েছে৷ কিন্তু আজ তাদের এক মুখপাত্র বিবিসির কাছে সেটা অস্বীকার করেছেন৷ তিনি বলছেন, ব্যক্তি বারাদেই-এর চেয়ে ব্রাদারহুড অনেক বেশি শক্তিশালী৷ তবে রয়টার্স ব্রাদারহুড দলের আরেক সদস্যকে উদ্ধৃত করে বিপরীত খবরই দিয়েছে৷ এসাম আল-এরিয়ান নামের ঐ সদস্য বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য তারা বারাদেই-কে প্রধান করে একটি কমিটি করার পরিকল্পনা করছেন৷ আবার এই একই রয়টার্স বার্তা সংস্থার আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকেই বারাদেই-কে বিরোধী নেতা হিসেবে চাইছেন না৷ তারা মনে করছেন বারাদেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ৷

বিশ্বের প্রতিক্রিয়া

মুবারকের সমালোচনা না করতে ইসরায়েল পশ্চিমা বিশ্বের নেতাদের আহ্বান জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলের একটি পত্রিকা৷ ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এ খবর দিয়েছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে ‘মুবারক সরে দাঁড়াও’ কথাটি বলতে শোনা যায় নি৷ যেটা বিক্ষোভকারীদের মূল দাবি৷ ঘুরিয়ে পেঁচিয়ে সবাই শুধু একটা কথাই বলার চেষ্টা করছেন৷ আর সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবর্তন৷ ইউরোপীয় ইউনিয়ন বিরোধীপক্ষের সঙ্গে এখনই আলোচনা শুরু করতে মুবারকের প্রতি আহ্বান জানিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান