1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তার কড়াকড়ি

১৯ মার্চ ২০১১

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশ এলাকাকে নোম্যান্স জোন ঘোষণা করছে পুলিশ৷ ক্রিকেটে বিজয়ের আনন্দে অথবা পরাজয়ের হতাশায় কোন উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না৷

https://p.dw.com/p/10cQA
বাংলাদেশের সমর্থকদের বুকভরা আশাছবি: picture-alliance/dpa

পুলিশ কমিশনার বলেছেন, বাড়াবাড়ি করলেই জেল হাজতে পাঠানো হবে৷

ক্রিকেটে জয়ী হলে বাঁধভাঙ্গা আনন্দ আর হারলে রুদ্র মূর্তি ঢাকার দশর্কদের৷ এই আচরণ নিয়ে শঙ্কিত খোদ পুলিশ প্রশাসন৷ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারার পর অপ্রীতিকর ঘটনা আর ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর আনন্দে দশর্কদের গাড়ি ভাঙচুর কোনটিকেই সহজভাবে নেয়নি পুলিশ৷ আর তাই আজকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সতর্ক পুলিশ৷ এই ম্যাচের উত্তেজনাও বেশি৷ কারণ এই ম্যাচে জেতা বা হারার উপর নির্ভর করছে বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপ মিশন৷ তাই ঢাকার দর্শকদের আবেগও অনেক বেশি এই ম্যাচ নিয়ে৷ কিন্তু বেরসিক পুলিশ আবেগকে পাত্তা দেবে না৷ খেলার আগে পরে মিরপুর ষ্টেডিয়ামের আশপাশ এলাকাকে নোম্যান্স জোন ঘোষণা করা হয়েছে৷ যারা টিকিট কেটেছেন তারাই যেতে পারবেন৷ আর খেলা দেখার পর দ্রুত বের হয়ে যেতে হবে৷ কেউ ষ্টেডিয়ামের আশপাশে ভীড় করতে পারবেন না৷ করা যাবে না কোনো জটলা বা মিছিল৷ যা জানালেন পুলিশ কমিশনার বেনজির আহমেদ৷

Cricket Weltmeisterschaft 2011 Abdur Razzak NO FLASH
টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জছবি: AP

শুধু ষ্টেডিয়ামের আশপাশ নয়, পুরো ঢাকা শহরে থাকবে পুলিশের সতর্ক নজরদারি৷ উল্লাস অথবা হতাশার প্রকাশে বাড়াবাড়ি করলেই পুলিশি আটকের মুখোমুখি হতে হবে৷ পুলিশ কমিশনার জানান, কোন উচ্ছৃঙ্খল আচরণ সহ্য করা হবে না৷ দেশের ভাবমূর্তি রক্ষায় তারা সব ব্যবস্থা নেবেন৷

এদিকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী