1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখ বিশ্ববিদ্যালয়

৭ মে ২০১০

মিউনিখ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৪৭২ সালে৷ তখনো কেউ ভাবেনি যে, পরবর্তী ৫০০ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়টি পৃথিবীর শ্রেষ্ঠ ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়ে যাবে৷

https://p.dw.com/p/NGA8
মিউনিখ বিশ্ববিদ্যালয়ছবি: picture-alliance/ dpa

মিউনিখ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নাম লুডভিগ মাক্সিমিলিয়ান্স উনিভ্যার্সিটেট মুন্শেন৷ মিউনিখের এই লুডভিগ মাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন প্রায় সাতশো জন অধ্যাপক৷ এছাড়াও রয়েছেন প্রায় চার হাজার অ্যাকাডেমিক স্টাফ যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমের বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন৷ মিউনিখ ইউনিভার্সিটিতে রয়েছে ১৮টি অনুষদ এবং এই অনুষদগুলোর অধীনে পড়ানো হয় প্রায় দেড়শোটি বিভিন্ন বিষয়৷ এই বিষয়গুলো নিয়ে গ্রাজুয়েশন, মাস্টার্স, ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট করার সুযোগ দিচ্ছে মিউনিখ ইউনিভার্সিটি৷

Mitarbeiterin der DW Hindi Redaktion Priya Esselborn
প্রাক্তন ছাত্রী প্রিয়া এসেলবর্ন

এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ৪৬ হাজার ছাত্র-ছাত্রী৷ এর মধ্যে বিদেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সাত হাজার৷ দক্ষিণ অ্যামেরিকা, আফ্রিকা এবং এশিয়া থেকে অনেক ছাত্র-ছাত্রী উচ্চতর শিক্ষা নিচ্ছে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে৷ বলা প্রয়োজন বিদেশি ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই প্রায় ৫ হাজার৷

মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় জর্মানির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত সেমিস্টার সিস্টেম অনুযায়ী৷ বছরে দুটি করে সেমিস্টার৷ গ্রীষ্ম এবং শীতকালীন সেমিস্টার৷ সেমিস্টারে বেছে নিয়ে আগ্রহীরা আবেদন করতে পারেন৷

মিউনিখ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রী প্রিয়া এসেলবর্ন৷ তিনি ভারতীয় বংশোদ্ভূত৷ প্রায় ৮ বছর আগে তিনি মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন৷ বর্তমানে ডয়চে ভেলের হিন্দি বিভাগের প্রধান৷ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি জানালেন, ‘‘আমি প্রায় ৮ বছর আগে আমার পড়াশোনা শেষ করেছি৷ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি বলতে পারি যে বিশ্ববিদ্যালয়, পড়াশোনার ক্ষেত্র অর্থাৎ বিভিন্ন বিষয় এবং শহর - এসব দিক থেকে বলতেই হচ্ছে মিউনিখ অত্যন্ত আন্তর্জাতিক মানের একটি শহর৷ এই বিশ্ববিদ্যালয়ে ভারততত্ত্ব, হিন্দি, উর্দু, তামিল ভাষা এবং আরও নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে৷ এছাড়া রয়েছে বিজ্ঞান ভিত্তিক বিষয় - সেখানে বিদেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি৷ আমি যখন পড়তাম তখন এশিয়া থেকে খুব বেশি ছাত্র-ছাত্রী আসতো না৷ কিন্তু কেউ যদি আসতে চায় তাহলে তাকে অবশ্যই পড়ার সুযোগ করে দেবে বিশ্ববিদ্যালয়টি৷ পৃথিবীর সেরা ১০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিউনিখ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৫৷''

850. Geburtstag der Stadt München, Torte
২০০৮ সালে মিউনিখ শহর পালন করেছে ৮৫০ তম বার্ষিকীছবি: picture-alliance/ dpa

মিউনিখ বড় শহর, দেখার অনেক কিছু রয়েছে৷ জার্মানির ছায়াছবি পাড়া অর্থাৎ জার্মান ফিল্ম ইন্ডাস্ট্রি মিউনিখেই৷ তবে ইদানিং বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে জার্মান ভাষাটি জানা থাকলে ভালো বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই জানিয়ে দেয়া হয়৷ যদিও বেশ কিছু বিষয় নিয়ে ইংরেজি ভাষায় পড়ার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি তারপরেও জার্মান ভাষা শেখার ওপর জোর দেয়া হয়৷

মিউনিখ শহর সম্পর্কে প্রিয়া আরো জানালেন, ‘‘মিউনিখ খুবই সুন্দর একটি শহর৷ বিশাল একটি শহর৷ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান সবসময়ই দৃষ্টি আকর্ষণ করে চলছে শহরের মানুষদের৷ এবং এসব অনুষ্ঠান চলছেই৷ সেখানে দেখারও অনেক কিছু রয়েছে৷ ছাত্র বা ছাত্রী হিসেবে কেউই কখনো হতাশা বা ক্লান্ত বোধ করবে না৷ দল বেঁধে ঘুরে বেড়ানো, ছবি দেখতে যাওয়া, ক্যাফে, রেস্তোরাঁ - কি নেই সেখানে! জার্মানির দুটি শহরে ছাত্র-ছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি একটি হল কোলন আরেকটি মিউনিখ৷

বিদেশি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করার জন্য মিউনিখ বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি ফরেন স্টুডেন্টস অফিস৷ মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়ার বিভিন্ন শর্ত, আবেদন পত্রের নিয়ম-কানুন অফিস জানিয়ে থাকে৷

২০০৮ সালে মিউনিখ বিশ্বিদ্যালয়ের বাৎসরিক বাজেট ছিল ৪৫৮ মিলিয়ন ইউরো৷ এবং এর অনেকটাই ব্যয় করা হয়েছে গবেষণার পেছনে৷ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হাসপাতালের বিভিন্ন কাজে সহযোগিতা সহ বাজেট ছিল প্রায় ১ বিলিয়ন ইউরো৷

প্রতিবেদন : মারিনা জোয়ারদার

সম্পাদক : আবদুল্লাহ আল-ফারূক