1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে মুখোমুখি জার্মানি ও আর্জেন্টিনা

৩ মার্চ ২০১০

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুরুর ঠিক ৯৯ দিন আগে টিকে থাকার লড়াইয়ে বিপর্যস্ত দল নিয়ে মারাদানোর আর্জেন্টিনা বুধবার রাতে মুখোমুখি হচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির৷

https://p.dw.com/p/MIlU
মারাদানোর আর্জেন্টিনা দলছবি: AP

মিউনিখের এই প্রীতি ম্যাচের জন্য মারাদোনার তারকা খেলোয়াড়ের স্কোয়াড ইতোমধ্যেই জার্মানিতে এসে পৌঁছেছে৷

২০০৮ সালে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হওয়ার পর থেকেই দলের বাজে ফলাফল নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন মারাদোনা৷ আরেকটু হলেই ১৯৭৮ এবং ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল এবার৷ কিন্তু, এতো ব্যর্থতা সত্ত্বেও অনর্গল বকতে থাকা এই ফুটবল কিংবদন্তী বরাবরের মতোই আত্মবিশ্বাসে অবিচল৷

অবশ্য সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে কস্টারিকার বিরুদ্ধে ৩-২ গোলে এবং জ্যামাইকার বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা৷ জার্মানির বিরুদ্ধে মারাদোনার ২০ সদস্যের স্কোয়াডে আছে ফিফা'র ২০০৯ সালের সেরা খোলোয়াড় লায়োনেল মেসি, কার্লোস তেভেজ এবং জোনাস গেতেরেজের মতো সব তারকা খেলোয়াড়রা৷

অন্যদিকে, জার্মানির দলে যে নতুন বিষয়টি আলোচিত হচ্ছে তা হল এক নম্বর গোলরক্ষক হিসেবে বায়ার লেভারকুজেন ক্লাবের ২৫ বছর বয়সি রেনে আডলারের খেলা৷ জাতীয় দলের গোলরক্ষা কোচ আন্দ্রেয়াস ক্যোয়েপকে মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান৷ এছাড়া জাতীয় দলের কোচ ইয়োআখিম ল্যোভ দলে নিয়েছেন মাত্র দু'জন নতুন খেলোয়াড়কে৷ এরা হলেন, বায়ার্ন মিউনিখের থমাস মু্য়্যেলার এবং বায়ার লেভারকুজেনের টোনি ক্রুস৷

প্রতিবেদক : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক