1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউজিক্যাল সংগীতের দিকপাল স্যার অ্যান্ড্রু লয়েড ওয়েবার

২৪ মার্চ ২০১১

সংগীত জগতের এক অনন্য জ্যোতিষ্ক স্যার অ্যান্ড্রু লয়েড ওয়েবার৷ তিনি রচনা করেছেন বহু অসাধারণ মিউজিক্যাল এবং সেই সঙ্গে চলচ্চিত্র সংগীত৷ ২২ মার্চ ছিল ব্রিটিশ এই দিকপালের ৬৩তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/10gd6
অ্যান্ড্রু লয়েড ওয়েবারছবি: picture-alliance / dpa

বারবারা স্ট্রাইসান্ডের কণ্ঠে সাড়া জাগানো মিউজিক্যাল ‘ক্যাটস' এর ‘মেমরি' গানটি আজও সংগীতানুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়৷ যার রচয়িতা, মিউজিক্যাল সংগীতের প্রতীক স্যার অ্যান্ড্রু লয়েড ওয়েবার৷ ১৯৮০ সালে রচিত মিউজিক্যাল ‘ক্যাটস' লন্ডন থিয়েটারে একুশ বছর এবং অ্যামেরিকায় ব্রডওয়েতে আঠারো বছর যাবৎ মঞ্চায়িত হয়৷

অ্যান্ড্রু লয়েড ওয়েবারের জন্ম ১৯৪৮ সালে লন্ডনের এক সংগীত পরিবারে৷ বাবা ছিলেন সংগীত তত্ত্বের অধ্যাপক ও কম্পোজার৷ মা বেহালা এবং পিয়ানোর শিক্ষয়িত্রী৷ ন'বছর বয়সেই অ্যান্ড্রু শুরু করেন তাঁর সংগীত সৃষ্টির কাজ৷ ‘রয়েল কলেজ অফ মিউজিক'এর মিউজিক্যাল বিভাগে শিক্ষা লাভ করেন৷ ১৯৬৮ সালে মঞ্চায়িত হয় তাঁর রচিত প্রথম মিউজিক্যাল ‘জোসেফ এ্যান্ড দ্যা এ্যামেজিং টেকনিকালার ড্রিমকোট'৷ এই মিউজিক্যালের মধ্য দিয়েই শুরু হয় ২০ বছর বয়স্ক অ্যান্ড্রু লয়েডের সংগীত জগতে সাফল্যের অগ্রযাত্রা৷ ১৯৭০ সালে ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

অ্যান্ড্রু লয়েডের একটি বিশ্বনন্দিত মিউজিক্যাল চলচ্চিত্র ‘এভিটা'৷ আর্জেন্টিনার এক রাষ্ট্রপ্রধানের স্ত্রী'র জীবন কাহিনী নিয়ে রচিত৷ মারিয়া এভা ডুয়ার্টে ডি পেরন ওরফে এভিটা – যিনি আজও আর্জেন্টিনার জনগণের অন্তরে জাগ্রত৷ এই মিউজিক্যাল চলচ্চিত্রে এভিটা চরিত্রে অভিনয় করেছেন বিশ্বখ্যাত সংগীত ও চিত্রতারকা ম্যাডোনা৷

চার দশকেরও বেশি সময়ে অ্যান্ড্রু লয়েড রচনা করেছেন অসংখ্য চলচ্চিত্র ও ব্রডওয়ে মিউজিক্যাল৷ তাঁর প্রায় সবকটি মিউজিক্যালই পেয়েছে অসাধারণ সাফল্য৷ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি৷ পেয়েছেন অস্কার ও গ্র্যামি ছাড়াও আরো বহু পুরস্কার৷ ১৯৯২ সালে ইংল্যান্ডের রাণী তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন৷ আজও নতুন সংগীত সৃষ্টিতে ব্রতী মিউজিক্যাল সংগীত জগতের গুরু স্যার ত্র্যানড্রু লয়েড ওয়েবার৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: জাহিদুল হক