1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় বেত্রাঘাত করা হল তিন নারীকে

১৮ ফেব্রুয়ারি ২০১০

মালয়েশিয়ায় মেয়েদের বেত মারার ঘটনা এই প্রথম৷ বিবাহ বর্হিভূত যৌন সম্পর্কের দায়ে তিন নারীকে বেত্রাঘাত করা হয়৷

https://p.dw.com/p/M4UW
মালয়েশিয়ায় এই ধরণের ঘটনা এই প্রথমছবি: AP

‘স্টার' পত্রিকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করার কারণে তিন মহিলাকে শাস্তি দেয়া হয়৷ দেশটির ধর্মীয় আদালত তাদের দোষী সাব্যস্ত করার পর ৯ই ফেব্রুয়ারি এই শাস্তি দেয়৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দীন হুসেইন আরও জানান, তাদের মধ্যে দুইজন নারীকে ছয়বার করে বেত্রাঘাত করা হয়৷

গত বছর দুই সন্তানের মা কার্তিকা সারি দেবী সুকার্নোকে বিয়ার পানের অভিযোগে প্রহার করার নির্দেশ জারি করার পর মালয়েশিয়া আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে৷ কর্তৃপক্ষ অবশ্য ঐ দন্ড এখনও কার্যকর করেনি৷

ইসলামি আইন অনুযায়ী বিবাহ বর্হিভূত যৌন সম্পর্ক বেআইনী৷ এবং তার শাস্তি হিসেবে দণ্ডিতকে জরিমানা বা ছয় ছয়বার করে বেত্রাঘাত করা যেতে পারে অথবা একই সঙ্গে দুরকমের শাস্তিই দেয়া যেতে পারে৷

মালয়েশিয়ার দুই কোটি আশি লাখ জনসংখ্যার ৫৫ শতাংশই মালয়ী মুসলমান৷ ২০০৮ সালে জাতীয় ফ্রন্ট কোয়ালিশন থেকে বেরিয়ে যান চীনা ও ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ ফলে ক্ষমতায় থাকতে এই কোয়ালিশন মালয়ী মুসলমানদের সমর্থন টিকিয়ে রাখতে সবিশেষ আগ্রহী৷ গ্রাম এলাকার মূলত মালয়ী রক্ষণশীল ভোটারদের ঘাঁটাতে চায়না তারা৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক