1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন সেনেটের ‘নির্যাতন প্রতিবেদন’ বিষয়ে আরব প্রতিক্রিয়া

১১ ডিসেম্বর ২০১৪

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটকদের উপর নির্যাতনের যে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সেনেট কমিটি তাতে ইউরোপ ও আরবের কয়েকটি দেশের সংশ্লিষ্টতার উল্লেখ করা হয়েছে৷

https://p.dw.com/p/1E2Yn
Symbolbild Folter
ছবি: Amnesty International

এর মধ্যে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট বলেছেন, তাঁর সরকার সিআইএ-কে বন্দি শিবির স্থাপনের অনুমতি দিয়েছিল৷ তবে সেখানে ‘নির্যাতন' চালানোর অনুমতি দেয়া হয়নি বলে দাবি তাঁর৷

এ জন্য সিআইএ-র কাছ থেকে পোল্যান্ড অর্থ পেয়েছে বলে অভিযোগ৷

ব্রিটেন সহ আরও ২০টি দেশের সহযোগিতা ছাড়া সিআইএ তাদের কাজ চালাতে পারতো না বলে মার্কিন সেনেটের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে৷

সিআইএ-র কর্মকাণ্ডে পোল্যান্ডের সংশ্লিষ্টতার বিষয়ে চলতি বছরের জুলাইতে একটি রায় দিয়েছিল ‘ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস'৷

শুধু ইউরোপ নয়, আরব দেশগুলোও সিআইএ-র সঙ্গে সংশ্লিষ্ট ছিল৷

সিআইএ-র প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা৷

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, মুসলিম ও আরব অ্যাক্টিভিস্টরা অনেকদিন ধরেই সিআইএ-র নির্যাতনের কথা বললেও কেউ তাতে কান দেননি৷ মার্কিন সেনেটের প্রতিবেদনে একটা মাত্র অংশ উঠে এসেছে বলে তিনি মনে করেন৷

এদিকে এমাদ মেকা মনে করছেন, এই প্রতিবেদন আরব শাসক ও তাদের গুপ্ত সামরিক ও পুলিশ বাহিনীকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে৷

প্রতিবেদন বিষয়ে ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্কের প্রবন্ধ:

সিআইএ-র দাবি, তদন্তের মাধ্যমে পাওয়া তথ্যের কারণে দশটি ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়া গেছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য