1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন বাহিনীর জন্য আফগান প্রেসিডেন্টের শেষ সতর্কবাণী

৩০ মে ২০১১

আফগানিস্তানে ন্যাটোর অভিযানে নিরীহ মানুষের নিহত হওয়ার ঘটনা বেড়েই চলেছে৷ সবশেষ ঘটনায় মারা গেছে ১০ শিশু৷ ফলে ক্ষিপ্ত প্রেসিডেন্ট হামিদ কারজাই৷

https://p.dw.com/p/11QOi
Afghan President Hamid Karzai, center, speaks during the inaugural session of Afghanistan's new peace council, as council members Burhanuddin Rabbani, left, and Pir Sayed Ahmad Gailani, listen in Kabul, Afghanistan, Thursday, Oct. 7, 2010. Calling the meeting a "source of hope" for the Afghan people, Karzai on Thursday hosted the inaugural session of the council set up to guide efforts to reconcile with the Taliban and other insurgent groups. (AP Photo/ Gemunu Amarasinghe)
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: AP

শিশু নিহতের ঘটনা

শনিবারের ঘটনা এটি৷ তালেবানের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত হেলমন্দ প্রদেশে একটি মার্কিন ক্যাম্প হামলার শিকার হলে তারা ন্যাটোর নেতৃত্বাধীন আইসাফ বাহিনীর সহায়তা চায়৷ ফলে ন্যাটো আকাশ থেকে সাধারণ মানুষ বাস করে এমন দুটো বাড়িতে আক্রমণ চালায়৷ এতে ১০ শিশু সহ মারা যায় ১৪ জন৷ এর মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছে৷

আফগান প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

তিনি ভীষণ ক্ষিপ্ত৷ কারণ বহুদিন থেকেই তিনি ন্যাটো বাহিনীকে বলে আসছিলেন যেন তাদের অভিযানে নিরীহ কেউ মারা না যায়৷ ন্যাটোও বলে আসছিল যে, তারা ব্যাপারটা মাথায় রাখবে৷ কিন্তু তারপরও এমন ঘটনা ঘটায় কারজাই বেশ ক্ষুব্ধ৷ তিনি বলেছেন এটা ন্যাটোর জন্য তাঁর শেষ সতর্কবার্তা৷ তবে এরপরও যদি নিরীহ মানুষ মারা বন্ধ না হয় তাহলে কারজাই কী করবেন সেটা অবশ্য তিনি বলেননি৷ উল্লেখ্য, তালেবানের বিরুদ্ধ লড়তে দেশের মানুষকে নিজের পক্ষে আনতে কাজ করে যাচ্ছেন প্রেসিডেন্ট কারজাই৷ তাই এই সময় পশ্চিমা বাহিনীর হাতে যদি সাধারণ মানুষ মারা যায় তাহলে বিষয়টা তাঁর জন্য কঠিন হয়ে যায় বলে মনে করেন কারজাই৷

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

সবসময়ের মতো এবারও তারা নিরীহ মানুষ মারা যাওয়ায় দু:খ প্রকাশ করেছে৷ হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেছেন এ ধরনের ঘটনা এড়াতে তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন৷ এজন্য তারা আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেও জানান মুখপাত্র কার্নে৷ তিনি বলেন প্রেসিডেন্ট কারজাই এর আগেও বেশ কয়েকবার এ ব্যাপারে তাঁর উৎকন্ঠা প্রকাশ করেছেন৷ এবং আমরা সেটা খুব গুরুত্ব সহকারে নিয়েছি৷

পরিসংখ্যান

জাতিসংঘের হিসেবে আফগানিস্তানে গতবছর মোট ২,৭৭৭ জন নিরীহ মানুষ মারা গেছে৷ যেটা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম