1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নাগরিক সারাকে ৯/১১-তে মুক্তি দেবে তেহরান

১০ সেপ্টেম্বর ২০১০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক তিন মার্কিনির মধ্যে একজন মহিলা কারাবন্দীকে খুব শিগগিরি মুক্তি দেওয়া হবে৷ সারা সোউর্ড নামের এই মার্কিন মহিলাকে অবৈধভাবে ইরানে অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার করা হয়েছিল৷

https://p.dw.com/p/P8w6
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের কারাগারে বন্দি আছে তিন মার্কিনি (প্রতিকি ছবি)ছবি: Flickr/decade_null

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র রামিন মেহমানপারাস্ত- এর বরাতে জানা গেছে, সারা সোউর্ড নামের এই মার্কিন তরুণী গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক সেই তিনজন মার্কিন নাগরিকের একজন, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল৷ এই আশু মুক্তির কারণে সারা শিগগিরিই তাঁর পরিবারের সাথে মিলতে যাচ্ছেন৷ ২০০৯ সালে ৩১ বছরের সারা তাঁর অপর দুই মার্কিন সঙ্গীর সাথে পাশের দেশ ইরাক থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ধরা পড়েন৷

Iran USA Hickers Flash-Galerie
তেহরানে মায়ের আলিঙ্গনে সারা, এই বছরের ২১ মে তোলা ছবিছবি: AP

রামিন আরো জানিয়েছেন , ‘এই মার্কিন কারাবন্দীর মুক্তির তারিখ এবং এতদসংক্রান্ত আলোচনাটি এখনও অব্যাহত রয়েছে৷ রামিনের বরাতে আরো জানা গেছে, মার্কিন নাগরিক সারার মুক্তির বিষয়টিতে নাকি স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও সম্পৃক্ত ছিলেন৷ ইরানের সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, এই শনিবার অর্থাৎ ১১ সেপ্টম্বরেই তেহরানের হোটেল ইস্তেঘালে মার্কিন নাগরিক সারার মুক্তিযজ্ঞের যবনিকাপতনটি ঘটতে চলেছে৷

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর শনিবার হচ্ছে রমজানের তাৎপর্যপূর্ণ শেষ দিনটি, আবার ঠিক এই ১১ সেপ্টেম্বরেই মার্কিন মুলুকে সেই ভয়াবহ টুইন টাওয়ার হামলাটি ঘটেছিল৷ সবমিলিয়ে মার্কিন নাগরিক সারার মুক্তির জন্য ঠিক এইদিনটিকেই বেছে নেওয়ার বিষয়টি ইসলামী বিশ্বের তরফে এক শান্তির প্রয়াস বলেই মনে হচ্ছে৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়