1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারা গেলেন ‘ডাইনাস্টি’ তারকা জন ফারসাইথ

৩ এপ্রিল ২০১০

৯২ বছর বয়সে অবসান ঘটল জন ফারসাইথের সাত দশকের অভিনয় জীবনের৷ ফারসাইথ গত এক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন৷ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার৷

https://p.dw.com/p/MmSt
ছবি: AP

ফারসাইথের পারিবারিক সূত্রে এই খবর জানানো হয়েছে৷ তবে ফারসাইথের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন না করে বরং সেই অর্থ আমেরিকান ক্যান্সার সোসাইটিতে দান করার কথা ঘোষণা করলেন ফারসাইথের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা৷ দীর্ঘ অভিনয় জীবনে ফারসাইথ অসংখ্যবার অ্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন৷ এছাড়া ‘ডাইন্যাস্টি'তে অভিনয়ের জন্য দুইবার গোল্ডেন গ্লোব সম্মানে ভূষিত হন তিনি৷

১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচারিত টেলিভিশন নাটক ‘ডাইন্যাস্টি'তে বিশপ ব্লেইক ক্যারিংটনের ভূমিকায় অভিনয় করেছিলেন এই মার্কিন তারকা৷ এতে তিনি ধনী কিন্তু সমস্যাপীড়িত ক্যারিংটন পরিবারের প্রধানের ভূমিকায় ছিলেন৷ আর ষড়যন্ত্রকারী সাবেক স্ত্রী অ্যালেক্সিসের ভূমিকায় ছিলেন জোয়ান কলিন্স৷ আরেক জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘চার্লিজ অ্যাঞ্জেলস'এ রহস্যময় চার্লির ভূমিকায় ছিলেন ফারসাইথ৷

১৯১৮ সালে নিউ জার্সিতে জন্ম ফারসাইথের৷ অবশ্য কলেজ জীবন শেষেই তিনি পাড়ি জমান নিউইয়র্কে৷ কর্মজীবনের শুরুতে তখন পর্যন্ত অখ্যাত অভিনেতা কির্ক ডগলাসের সাথে একটি রেস্টুরেন্টে কাজ করেন ফারসাইথ৷ তবে অভিনয় জগতের শুরু রেডিও অভিনেতা হিসেবে৷ অনেকগুলো টেলিভিশন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে অংশগ্রহণের পর হলিউডে তাঁর পদচারণা ক্যারি গ্র্যান্টের সাথে ‘ডেস্টিনেশন টোকিও' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে৷

যদিও তাঁর দীর্ঘ সময় কেটেছে টেলিভিশনে, ২০ টিরও বেশি ফিচার মুভি'তে অভিনয় করেন ফারসাইথ৷ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলফ্রেড হিথককের ছবি ‘দ্য ট্রাবল উইথ হ্যারি' এবং ‘টোপাজ'৷ এছাড়া ‘দ্য অ্যাম্বেসেডর'স ডটার', ‘ম্যাডাম এক্স' এবং ট্রুম্যান ক্যাপোটে'র ‘ইন কোল্ড ব্লাড' ছবিতে অভিনয়ের জন্য তিনি সমধিক স্মরণীয় হয়ে রয়েছেন৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়