1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষ সরকারকে সময় দিলেও প্রতিশ্রতির বাস্তবায়ন চায়

৭ জানুয়ারি ২০১১

প্রতিশ্রুতি পূরণে সরকারকে এখন অনেক সতর্কভাবে এগোতে হবে৷ মানুষ সময় দিতে প্রস্তুত কিন্তু নির্ধারিত সময়ের পর তার ফল দেখতে চায়৷ গত ২ বছরে সরকারের বেশিকছু প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়েছে৷

https://p.dw.com/p/zunm
শেখ হাসিনা (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

তাই সামনের দিনগুলোতে আর কাউকে দোষারোপ করে পার পাওয়া যাবেনা৷ এমন অভিমত বিশ্লেষকদের৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাজোট সরকারের ২ বছর পূর্তিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে দেশবাসীকে আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন৷ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেছেন, ধৈর্য ধরতে আপত্তি নেই৷ কারণ দুই বছর খুব বেশি সময় নয়৷ কিন্তু গত ২ বছরে প্রতিশ্রুতির অনেক জায়গায় মানুষ হোঁচট খেয়েছে৷ তাই আরো দুই বছর পর ব্যর্থতার জন্য সরকার বিরোধী দলকে দোষারোপ করার তেমন সুযোগ পাবেনা৷

অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, মধ্যস্বত্বভোগীদের দাপট কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ান যেত৷ কিন্তু সরকার সেটা করেনি৷ আর বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন এবং নতুন প্রকল্পের কথা বললেও নির্ধারিত সময়ে হচ্ছেনা যা জটিলতার সৃষ্টি করছে৷

বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর বক্তৃতার ওপর কোন প্রতিক্রিয়া জানায়নি৷ তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, প্রধানমন্ত্রী গত ২ বছরের ব্যর্থতা কিছুটা স্বীকার করেছেন৷ কিন্তু দেশবাসীকে ভবিষ্যতের জন্য আশ্বস্ত করতে পারেননি৷

অন্যদিকে মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ তার দলীয় কর্মীদের এক অনুষ্ঠানে বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় স্বচ্ছতা রয়েছে৷ এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আইন-শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য৷ এ দুটি যে নিয়ন্ত্রণে আনা যায়নি তা প্রধানমন্ত্রী নিজেও জানেন৷ আইন-শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা গেলে এই সরকার আবারও ক্ষমতায় যাবে বলে এরশাদ মনে করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক