1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ভাঙ্গলো এবার

১৬ মে ২০১০

ছাত্রছাত্রীদের উল্লাস, অভিভাবকদের হাসিভরা মুখ- এই হলো আজ বাংলাদেশের সবগুলোর পত্রিকার প্রথম পাতার চেহারা৷ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের খবর ছাড়াও অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহারের খবরটিও গুরুত্ব পেয়েছে সংবাদ মাধ্যমগুলোতে৷

https://p.dw.com/p/NP2l
ছবি: picture alliance / landov

মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড

শনিবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের খবরটি আজ সবগুলো পত্রিকার মূল শিরোনাম হয়ে এসেছে৷ চমকপ্রদ শিরোনাম ছাড়াও উৎফুল্ল ছাত্রছাত্রীদের ছবিতে ভরা আজ পত্রিকাগুলোর প্রথম পাতা৷ ‘রেকর্ড', এই একটি মাত্র শব্দে প্রধান শিরোনাম করেছে দৈনিক মানবজমিন৷ প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ডের রেকর্ড৷ গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে এবার ১০টি বোর্ডে এসএসসিতে পাস করেছে ৭৯ দশমিক ৯৮ ভাগ৷ জিপিএ-৫ এ গত পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে এবার৷ গত বছরের চেয়ে ২০ হাজারেরও বেশি জিপিএ-৫ পেয়েছে এ বছর৷ এক্ষেত্রে সবদিক দিয়েই এই ফলাফলকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে৷

গণিত ও ইংরেজির ভয়কে জয়

দৈনিক কালের কন্ঠের মূল খবরে এই কারণটি তুলে ধরা হয়েছে৷ ‘ভয়কে জয়' শীর্ষক শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজি ও গণিত নিয়ে এ দেশের শিক্ষার্থীদের ভয় একটি চিরন্তন বিষয়৷ যেকোনো পরীক্ষা, বিশেষ করে পাবলিক পরীক্ষার ফল বের হলেই দেখা যায়, এ দুই বিষয়ের কারণেই বেশির ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে৷ কিন্তু এবারের এসএসসি পরীক্ষায় এই দুটি 'কঠিন' বিষয়ের চিরকালের ভয়কে জয় করেছে শিক্ষার্থীরা৷ সরকারের নির্দেশনা, শিক্ষকদের প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের একান্ত অধ্যবসায়ের ফলেই এটা সম্ভব হয়েছে৷ আর এতে গড় ফলাফলও আগের যেকোনো সময়ের চেয়ে এবার ভালো হয়েছে৷

নৌ ধর্মঘট প্রত্যাহার

নৌ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিয়ে সবগুলো সংবাদমাধ্যম তাদের নিজস্ব সূত্রে খবর তুলে ধরেছে৷ বিডিনিউজ এর খবরে বলা হয়েছে, কিছু দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ধর্মঘটি নৌযান শ্রমিক ফেডারেশন৷ অন্যদিকে এই সিদ্ধান্ত জানার পর নৌ মন্ত্রী শাজাহান খান বলেছেন, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তই প্রমাণ করেছে তাদের কর্মসূচি অযৌক্তিক ছিল৷ উল্লেখ্য, গত ৭ মে থেকে ধর্মঘট পালন করে আসছিল নৌযান শ্রমিক ফেডারেশন৷

গ্রন্থনা: রিয়াজুল ইসলাম সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়