মাদকাসক্ত | পাঠক ভাবনা | DW | 03.03.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মাদকাসক্ত

ডেনমার্কের ক্লিনিকে মাদকাসক্তদের হিরোইন প্রদান আর করলার রসে ব্রেস্ট ক্যান্সার কোষের বৃদ্ধি ....

রোধের ক্ষমতা নিয়ে প্রচারিত এ সপ্তাহের হেল্থলাইন ভীষণ ভালো লাগলো৷ রত্না রায়ের করলা রস নিয়ে এই মৌলিক গবেষণা মহিলাদের স্বাস্হ্য সুরক্ষায় সুস্পষ্ট অবদান রাখবে বলেই আমাদের বিশ্বাস৷ টুকরো সংবাদগুলো ছিলো সুসংকলিত৷ স্ট্রেস কাটানোর সবথেকে সহজ উপায় ৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে চোখ রাখা৷চৈতালী সরকার ও ডাঃ সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

গত রাতের অধিবেশনে জার্মানির সাংবিধানিক আদালতের রায়ের ওপর প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিম দিনাজপুর, ভারত৷

গত রাতের ধিবেশনে অ্যামেরিকার পরমাণু পরিকল্পনা পরিবর্তনের ওপর রিপোর্ট, ভারতের নাগাল্যান্ড গোষ্ঠীর বৈঠক সম্পর্কে রিপোর্ট এবং জার্মানির টেলি যোগাযোগের ওপর তথ্যগুলো জেনে খুব খুশি হয়েছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷