1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাত্র দু’ঘণ্টায় কক্সবাজার টু সেন্টমার্টিন!

২৬ নভেম্বর ২০১০

সেন্টমার্টিন গিয়েছেন কখনো? ঐ যে বাংলাদেশের অন্যতম পর্যটন দ্বীপ সেন্টমার্টিন৷ প্রবাল দ্বীপ হিসেবেও এই এলাকাকে চেনেন অনেকে৷ বলে বসবেন না, সেখানে ভ্রমণ তো মেলা ঝক্কির কাজ৷

https://p.dw.com/p/QIiI
কক্সবাজার থেকে যাত্রা করবে ‘এমভি ডলফিনাস' (ফাইল ফটো)ছবি: picture alliance/Photoshot

এমন দাবি একেবারে মিথ্যাও নয়৷ কক্সবাজার থেকে সড়ক পথে ৭৫ কিলোমিটার দক্ষিণে টেকনাফ যাও, সেখান থেকে আড়াই ঘণ্টা সাগর পাড়ি দিয়ে তবেই সেন্টমার্টিন৷ আধুনিক এই যুগে এমন লম্বা যাত্রা কি সহ্য হয়! মোটেই না৷ তাইতো বাংলাদেশি ব্যবসায়ীরা খানিকটা সদয় হয়েছেন এবার৷

বাহনের নাম ‘এমভি ডলফিনাস'৷ কক্সবাজার থেকে উপকূল ধরে সেন্টমার্টিনে পৌঁছাতে এই জলযানের সময় লাগবে মাত্র দু'ঘণ্টা৷ বেসরকারি প্রতিষ্ঠান ওয়াটার লিংক লজিস্টিক লি. এবং ওশান ট্যুরিজম কক্সবাজার যৌথ উদ্যোগে চালু করেছে এই সেবা৷

Winterpalast in Sankt Petersburg mit Boot
উন্নত বিশ্বে প্রায়ই দেখা যায় হাইড্রোফয়েল বোটছবি: AP

অবিশ্বাস্য ঠেকছে? মাত্র দু'ঘণ্টায় জলপথে এতদূর পাড়ি দেয়া কি আদৌ সম্ভব! অবশ্যই, হাইড্রোফয়েল জাহাজের ঘণ্টায় গতি গড়ে ৬০ কিলোমিটার৷ বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে এই জাহাজ৷ বাংলাদেশেও এবার এটির দেখা মিলছে, নৌপথে কক্সবাজার থেকে সেন্টমার্টিন ভ্রমণে৷

কক্সবাজারে যে হাইড্রোফয়েল জাহাজের দেখা মিলছে, সেটির প্রকৃত নাম রাকেতা৷ রাশিয়ায় তৈরি এই জাহাজ গড়ে ৬৪ থেকে ৬৬ জন আরোহী বহন করতে পারে৷ কক্সবাজারের নূনিয়ারছড়ার আইডব্লিউটি ঘাট থেকে প্রতিদিন এই জাহাজ ছেড়ে যাবে সেন্টমার্টিনের উদ্দেশ্যে৷ যাত্রীপ্রতি ভাড়া ২৮০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত৷

উল্লেখ্য, নারিকেল-জিঞ্জিরা খ্যাত প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রতিদিন গড়ে দেড় হাজার পর্যটন ভ্রমণ করেন৷ দ্বীপটিতে পাঁচ প্রজাতির কাছিম, নানা প্রজাতির প্রবাল ছাড়াও ৬৮ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য