1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহিলার ছুরিকাঘাতে বিহার বিধায়কের মৃত্যু

৪ জানুয়ারি ২০১১

কথিত যৌন হয়রানির প্রতিশোধ নিতে মহিলার ছুরিকাঘাতে বিজেপি বিধায়কের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস৷ বিধায়কের বাসভবনে সাক্ষাৎপ্রার্থী হিসেবে গিয়েছিলেন স্কুল শিক্ষিকা ঐ মহিলা৷

https://p.dw.com/p/ztUq
মহিলা, ছুরিকাঘাত, বিহার, বিধায়ক, মৃত্যু, India, Parliament, MP, Killed, Woman, Rape, Police, ধর্ষণ, পুলিশ, ভারত, সাংসদ, কংগ্রেস
ছবি: AP

বিহারে শাসক দলের জোটসঙ্গী বিজেপির পূর্ণিয়া থেকে নির্বাচিত বিধায়ক রাজ কিশোর কেশরি আজ সকালে নিজের বাড়িতেই এক মহিলার ছুরিকাঘাতে প্রাণ হারান৷ চারবারের বিধায়ক ৫১ বছর বয়সী রাজ কিশোর সকালে যখন তাঁর সিপাহিতলার বাসভবনে সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে মিলিত হচ্ছিলেন, তখন রুপম পাঠক নামে ৪০ বছর বয়সি এক স্কুল শিক্ষিকাও ছিলেন সাক্ষাৎপ্রার্থীদের একজন৷ বিধায়কের মুখোমুখি হওয়ামাত্র স্কুল শিক্ষিকা গায়ের চাদরের তলা থেকে ছুরি বের করে বিধায়ককে বুকে পেটে বারংবার আঘাত করেন৷ মারাত্মকভাবে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, প্রচারমাধ্যমকে একথা জানান রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা নীলমনি৷

মহিলার অভিযোগ, তিনি বিধায়ক রাজ কিশোর কেশরির যৌন হয়রানির শিকার হয়ে স্থানীয় পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছিলেন মাস ছয়েক আগে৷ কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি৷ মনে করা হচ্ছে, সম্ভবত এটাই মহিলার প্রতিহিংসার অন্যতম কারণ৷ ছুরিকাঘাতের ঘটনার পর বিধায়কের দেহরক্ষী ও বাসভবনে উপস্থিত অন্যান্য সাক্ষাৎপ্রার্থীরা মহিলাকে প্রচণ্ড মারধর করে৷গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় সরকারি হাসপাতালে পুলিশি নিরাপত্তায়৷

ঐ দু:খজনক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস বলেছে, মহিলার অভিযোগ সম্পর্কে পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা নিত, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না৷ এটা আইন শৃঙ্খলার বা বিধায়কের নিরাপত্তার বিষয় নয়, এটা ন্যায়বিচারের প্রশ্ন৷ তদন্তে জানা যাবে, অভিযোগ দায়ের করা সত্ত্বেও মহিলাকে কেন দেখা করার অনুমতি দিয়েছিলেন ঐ বিধায়ক৷

সরকারের শরিক দল বিজেপির উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার যৌন নিগ্রহের অভিযোগকে আমল না দিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, সাংসারিক অশান্তির কারণে ঐ মহিলা নাকি বিধায়ককে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঐ ঘটনায় দু:খ প্রকাশ করে বিধায়কদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার আদেশ দেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক