1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পৃথ্বীরাজ চহ্বাণ

১০ নভেম্বর ২০১০

মহারাষ্ট্র বিধায়ক দলের গতকালের বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মহারাষ্ট্রের কংগ্রেস-এনসিপি জোট সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণকে মনোনীত করেন৷

https://p.dw.com/p/Q4eO
Congress, Party, President, Sonia, Gandhi, New Delhi, India, মহারাষ্ট্র, মুখ্যমন্ত্রী, পৃথ্বীরাজ চহ্বাণ,
জার্মান প্রেসিডেন্টের সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণছবি: AP

প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ৬৪ বছর বয়স্ক মারাঠি নেতা পৃথ্বীরাজ চহ্বাণ হচ্ছেন মহারাষ্ট্রের কংগ্রেস-এনসিপি জোট সরকারের নতুন মুখ্যমন্ত্রী৷ তিনি অশোক চহ্বণের স্থলাভিষিক্ত হবেন, যাঁকে আবাসন কেলেঙ্কারীতে জড়িত অভিযোগে ইস্তফা দিতে হয়৷ পৃথ্বীরাজ চহ্বাণ মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আগামীকাল৷

মহারাষ্ট্র কংগ্রেস বিধায়ক দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী মনোনয়নের দায়িত্ব ছেড়ে দেয়া হয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ওপর৷ সেই অনুযায়ী আজ সকালে সোনিয়া গান্ধী পৃথ্বীরাজ চহ্বাণের নাম মনোনীত করেন৷ আজ সংবাদ মাধ্যমকে একথা জানান অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷ বলেন, আমি ও মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত এ.কে অ্যান্টনি মহারাষ্ট্রের বিধায়ক দলের সর্বসম্মত সিদ্ধান্ত কংগ্রেস সভানেত্রীকে জানাই এবং সেইমতো তিনি এই সিদ্ধান্ত নেন৷

মুখ্যমন্ত্রী পদে মনোনীত হবার পর পৃথ্বীরাজ চহ্বাণ তাঁর প্রতিক্রিয়ায় বললেন, ‘‘আমি বিনীতভাবে এই দায়িত্ব গ্রহণ করলাম৷ কংগ্রেস নেতৃত্ব ও বিধায়করা এক গুরুত্বপূর্ণ সময়ে আমাকে এই দায়িত্ব নেবার জন্য অনুরোধ করেন৷ এতে আমি সম্মানিত৷ আমি সবাইকে নিয়ে চলতে চাই, রাজ্যকে দিতে চাই এক বলিষ্ঠ নেতৃত্ব৷ সকলের সহযোগিতায় রাজ্যের জন্য কাজ করতে চাই৷''

পৃথ্বীরাজ চহ্বাণ গান্ধী পরিবারের কাছের লোক৷ ৮০-এর দশকে প্রয়াত রাজীব গান্ধীর হাত ধরে রাজনীতিতে আসা৷ রাজীব গান্ধী তাঁকে মহারাষ্ট্রের সাতারা কেন্দ্র থেকে লোকসভা আসনে দাঁড়াতে বলেন এবং তিনি সাংসদ হন৷ তারপর তিনি রাজ্যসভার সদস্য৷ প্রধানমন্ত্রীরও ঘনিষ্ঠ তিনি৷ প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে তিনি বিশেষ যোগ্যতার পরিচয় দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি সংসদে পাশ করাতে তাঁর বিশেষ ভূমিকা৷ পৃথ্বীরাজের ভাবমূর্তি পরিচ্ছন্ন ও সৎ৷ তবে রাজ্যের রাজনীতি থেকে অনেকদিন বিচ্ছিন্ন৷ জোট সরকারের সকলের সঙ্গে কতটা মানাতে পারবেন, সেটা এই মুহূর্তে বলা মুশকিল৷ শিক্ষাগত যোগ্যতায় তিনি পিলানি বিশ্ববিদ্যালয়ের ইনজিনিয়ার৷ আমেরিকায় এয়ারোস্পেস শিল্পে কয়েক বছর কাজ করে দেশে ফিরে আসেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন