1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্দা চলছে ‘প্লেবয়’ এর বাজারে

৬ আগস্ট ২০১০

একটা সময় ছিল যখন প্রাপ্ত বয়স্কদের ম্যাগাজিন বলতেই বোঝাতো প্লেবয়৷ তবে বিশ্বব্যাপী যে আর্থিক মন্দা চলেছে, তার খড়গ এসে নেমেছে এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতেও৷ টানা দ্বিতীয়বারের মত লোকসানের মুখ দেখলো অ্যাডাল্ট ম্যাগাজিন প্লেবয়৷

https://p.dw.com/p/OdHo
Anna Nicole Smith
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে সাবেক মডেল অ্যানা নিকোল স্মিথছবি: AP

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের প্রথম তিন মাসের মত দ্বিতীয় তিন মাসেও লোকসান হয়েছে প্লেবয় ম্যাগাজিনের৷ তাদের আয় কমেছে শতকরা ১০ ভাগের মত৷ গত বছর যেখানে তাদের আয় ছিল ৬২ মিলিয়ন ডলার সেখানে এই বছরের একই সময়ে তাদের আয় হয়েছে ৫৬ মিলিয়ন ডলার৷ বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্লেবয় ম্যাগাজিনের বিক্রি কমে যাচ্ছে খুব দ্রুত৷ সেখানে তিন মাসের মধ্যে তাদের আয় কমেছে ৩৮ শতাংশ৷ কেবল প্রকাশনা বিভাগের আয় কমেছে এক মিলিয়নেরও বেশি৷ লোকসান কমাতে ইতিমধ্যে কোম্পানি তাদের জনবল কমিয়েছে৷ এখন পর্যন্ত কোম্পানির ১৮টি পদ বিলুপ্ত করা হয়েছে৷ এছাড়া ১০ শতাংশ জনবল ছাঁটাই করা হয়েছে গত জুন মাসের মধ্যে৷

Playboy founder and editor in chief Hugh Hefner
প্লেবয় সুন্দরীদের সঙ্গে প্রতিষ্ঠাতা হিউ হাফনারছবি: AP

তবে এই লোকসান সত্ত্বেও প্লেবয় ম্যাগাজিনের কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের মধ্যেই তারা তাদের এই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠে মোটামুটি লাভের মুখ দেখবেন৷ বিশেষ করে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট ফ্ল্যান্ডার্স এখন নজর দিয়েছেন প্লেবয়কে কেবল ম্যাগাজিন হিসেবে না রেখে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে৷ তাই বাজারে এখন নগ্ন নারীর ছবি সম্বলিত প্লেবয় ম্যাগাজিন ছাড়াও দেখা যাচ্ছে প্লেবয় টিশার্ট, মগ, চাবির রিং সহ নানা ধরণের স্যুভেনির৷ তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তারা নজর দিচ্ছে প্লেবয় টেলিভিশন চ্যানেলের ওপর৷ এই বছরের শেষ নাগাদ প্লেবয় টেলিভিশনের প্রোগ্রামগুলোতে তারা নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলেও জানিয়েছেন ফ্ল্যান্ডার্স৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই