1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঞ্চে ফিরছেন লিসা রে

১ জুন ২০১১

ক্যান্সার থেকে আরোগ্য লাভের পর, এই প্রথম আবারো অভিনয়ের জগতে ফিরে আসছেন লিসা রে৷ হলিউড বা বলিউড নয়, ফিরে আসার পর তাঁর পদচারণ হবে একটি মঞ্চ-নাটকে৷ যাতে লিসার বাবার ভূমিকায় অভিনয় করবেন কবীর বেদি৷

https://p.dw.com/p/11S2B
মাল্টিপল মাইলোমা'কে সাময়িকভাবে ধরাশায়ী করেছেন লিসাছবি: das fotoarchiv

‘‘মাল্টিপল মাইলোমা এমন একটি রোগ, যা থেকে পুরোপুরি সুস্থ হওয়ার বিষয়টি কিছুটা হলেও অস্বাভাবিক৷ আমি সেটা আশাও করছি না৷ তবে আমি নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছি এবং এখন বেশ ভালোই আছি৷''

প্রায় বছর খানেক আগে একথাগুলি বলেন লিসা নিজেই৷ মাল্টিপল মাইলোমা'কে সাময়িকভাবে ধরাশায়ী করার পরও লিসা জানান, আপাতত চলচ্চিত্রে কাজ করতে চাইছেন না তিনি৷ দৌড়তে চাইছেন না ক্যারিয়ারের পিছনে৷ বরং ক্যান্সারের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করা এবং এর জন্য ক্যান্সার নিয়ে একটি বই লেখার প্রতিই তিনি বেশি আগ্রহী৷ সে সময় লিসা বলেন, ‘আমি এখনও সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে পারি নি৷ কারণ আমার জীবনে একটি ব্যাপক পরিবর্তন এসছে৷'

সত্যি, ক্যান্সার আমুল পরিবর্তন নিয়ে এসেছে ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীর জীবনে৷ গত মার্চ মাসেও ‘স্টেম সেল থ্যারাপি'র প্রচার করার জন্য মুম্বই'তে আসেন লিসা৷ বলেন, এখন থেকে নিয়মিতভাবে কাজ করার বদলে, তিনি এমন কিছু করবেন - যাতে নিজে আনন্দ পান৷

আর এবার, ঠিক সেটাই করতে যাচ্ছেন অস্কার মনোনীত ছবি ‘ওয়াটার' খ্যাত লিসা রে৷ অভিনয় করছেন ‘তাজ' নামের একটি মঞ্চ-নাটকে৷ যাতে মুঘল সম্রাট শাহ জাহান'এর ভূমিকায় অভিনয় করছেন কবীর বেদি এবং তাঁর কন্যা জাহান আরা'র ভূমিকায় লিসা স্বয়ং৷ অভিনয়ের জগতে ফিরে আসতে পেরে লিসা মহা খুশি৷ তাঁর কথায়, ‘‘আমি যেন আর অপেক্ষা করতে পারছি না৷ কবীর, প্রযোজক লতা পাডা এবং পরিচালক টম ডায়মন্ড'এর সঙ্গে কাজ করার আনন্দে ভীষণ উত্তেজিত আমি৷''

আগামী ১০ই জুন ক্যানাডার টরন্টো শহরে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক