1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সংগীত

মজার গান গেয়ে পরামর্শ দেন এক দন্তচিকিৎসক

৩ মার্চ ২০১৭

অভিভাবক মাত্রই জানেন, সন্তানদের নিয়মিত দাঁত ব্রাশ করানোর প্রয়োজনীয়তা বোঝানো কতটা কঠিন৷ শুধু ছোটরাই কেন, বড়দের অনেকেও বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে চায় না৷

https://p.dw.com/p/2Ybhd
Screenshot youtube Singing Dentist
ছবি: youtube/Singing Dentist

তবে ব্রিটিশ এক ডেন্টিস্টের মজার ভিডিও এক্ষেত্রে হয়ত মা-বাবাদের কিছুটা সহায়তা করতে পারে৷ কারণ, ভাইরাল এই ভিডিওতে তিনি দাঁতের যত্নে প্রতিদিন দুইবার ব্রাশ করাসহ অন্য আর কী কী করা যেতে পারে, তা বলেছেন৷ উপদেশমূলক এই কথাগুলো তিনি গান গেয়ে, চোখ, মুখ নাচিয়ে এমনভাবে বলেছেন যে, বাচ্চারা তা দেখে দারুণ মজা পাবে৷ সেক্ষেত্রে হয়ত তারা মজার এই ডেন্টিস্টের কথা মানা শুরুও করতে পারে, যেমনটা ইতিমধ্যে হয়েছে৷

হ্যাঁ, এই ভিডিও দেখে সন্তানদের দাঁতের যত্ন নেয়ার প্রতি আগ্রহ জন্মানোর কথা অনেক বাবা-মা জানিয়েছেন ডা: মিলাদ শাদ্রুহকে, যিনি ‘সিংগিং ডেন্টিস্ট' নামে পরিচিত হয়ে উঠেছেন৷

ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ডা: শাদ্রুহ বলেন, গত বছর দিনের কাজ শেষে একটি প্যারোডি করে সেটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করেছিলেন৷ বন্ধুদের একজন সেই প্যারোডি সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা বেশ জনপ্রিয়তা পায়৷ বিষয়টি তাঁকে বেশ উৎসাহী করে তোলে৷ ফলে ইতিমধ্যে পরামর্শমূলক কয়েকটি ভিডিও তৈরি করেছেন৷ সেগুলো নিজের ফেসবুকইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন৷

ডা: শাদ্রুহর সবশেষ গানটি ব্রিটিশ শিল্পী এড শ্যারন এর ‘শেপ অফ ইউ' গানের নকল করে তৈরি করা৷ ইতিমধ্যে, সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে কয়েক কোটিবার দেখা হয়েছে৷

জেডএইচ/এসিবি (সান, এনডিটিভি)