1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো?

১ এপ্রিল ২০১৪

চ্যাম্পিয়ন্স লিগের ২২ বছরের ইতিহাসে এবারের কোয়ার্টার ফাইনালিস্টরা আসলেই বেশ শক্তিশালী৷ কোয়ার্টার ফাইনালে রয়েছে এর আগে শিরোপাজয়ী ছয়টি দল এবং বিশ্বের সেরা খেলোয়াড়রা৷ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বার্সা ও অ্যাটলেটিকো মাদ্রিদ৷

https://p.dw.com/p/1BZE8
Classico Messi Real Madrid vs Barcelona
ছবি: Getty Images

স্যার অ্যালেক্স ফার্গুসন যুগের পর ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে চাপের মুখে৷ এবারে তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ, যে দলটি এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে বসে আছে৷ একই দিনে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ৷

ম্যানইউ বনাম বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়ান্স লিগের অন্যতম বড় দুটি ম্যাচ মঙ্গলবার৷ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ফলে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড৷ তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করাটাই তাদের এখন মূল লক্ষ্য৷ এদিকে, বুন্ডেসলিগায় টানা ১৯টি জয়ে শিরোপা নিশ্চিত হওয়ার পর শনিবার থেমেছে বায়ার্ন মিউনিখের জয়রথ৷ এদিন নিজেদের মাঠে হফেনহাইমের সঙ্গে তাদের ৩-৩ গোলে ড্র হয়েছে৷ এরই মধ্যে রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন৷

বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ – দুই দলের খেলার ধরনে আছে বৈচিত্র্য৷ তাই বলাটা খুবই কঠিন মঙ্গলবারের এই ম্যাচে কে জয় পাবে৷ এই মৌসুমে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল৷ কিন্তু কেউই জয় পায়নি৷ মঙ্গলবার প্রথম লেগে ক্যাম্প ন্যু-তে দুই দল মুখোমুখি হবে৷ বার্সার লিওনেল মেসি যেমন এই মৌসুমে ৩৬টি গোল করেছেন, তেমনি অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো কোস্টা ৩৩টি গোল করেছেন৷ বার্সেলোনা মিডফিল্ডার সাবি অ্যার্নান্দেস বলেছেন, ‘‘ইতিহাসের দিক দিয়ে অ্যাটলেটিকোর চেয়ে বার্সা পছন্দের দিক থেকে কিছুটা এগিয়ে৷ তবে খেলার ক্ষেত্রে দুই দলই একই পর্যায়ে রয়েছে৷''

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য