1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মইন বিএনপির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জিয়া হতে চেয়েছিল: খালেদা

১৭ মে ২০১১

মঙ্গলবারের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর বাস ভাড়া বৃদ্ধি নিয়ে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, সম্প্রতি জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ায় পরিবহন মালিকরা ইচ্ছেমত বাসভাড়া বাড়িয়েছিল৷

https://p.dw.com/p/11HU0
BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
ছবি: Mustafiz Mamun

যেটা নিয়ে যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো৷

এই পরিস্থিতির সমাধানে সরকার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ও সিএনজি ভাড়া নির্দিষ্ট করে দিয়েছে৷ এদিকে প্রথম আলো বলছে ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে৷ বেড়ে গেছে চাল, শাকসবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম৷ বিশিষ্ট অর্থনীতিবিদ জায়েদ বখত প্রথম আলোকে বলেছেন, সামনে বাজেট আর রমজান৷ এ উপলক্ষে প্রতিবছরই জিনিসপত্রের দাম বাড়ে৷ তাই এই মুহূর্তে তেল আর সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্তটি সময়োচিত হয়নি৷ চালসহ নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এনে সরকার জ্বালানির দাম বাড়াতে পারত বলেও মন্তব্য করেন তিনি৷

দুই নেত্রীর ইউরোপ সফর

বাংলাদেশের প্রধান দুই নেত্রী এখন ইউরোপে রয়েছেন৷ প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে আর খালেদা জিয়া ব্রিটেনে৷ সব পত্রিকার প্রথম পাতাতেই তাদের সফরের খবর রয়েছে৷ বিশেষ করে খালেদা জিয়ার একটি মন্তব্য পত্রিকাগুলো বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে৷ তিনি বলেছেন জেনারেল মইন বিএনপির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জিয়াউর রহমান হতে চেয়েছিলেন৷ যুক্তরাজ্য বিএনপির কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন৷ এছাড়া মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আগামী মাস থেকে আন্দোলন শুরুর কথাও বলেছেন তিনি৷ অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছেন একটি আন্তর্জাতিক সম্মেলনে৷ সেখানে তিনি কার্বন নিঃসরণ নিয়ে কথা বলেছেন৷ সম্মেলনে দেয়া তাঁর বক্তব্যও সব পত্রিকায় রয়েছে৷

বিশেষ কমিটির বৈঠক

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি সোমবার একটি বৈঠক করেছে৷ ডেইলি স্টার ও বিডিনিউজ এই বৈঠকের উপর প্রতিবেদন ছেপেছে৷ ডেইলি স্টার বলছে কমিটির বেশিরভাগ সদস্যই মনে করছেন সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় দিয়েছে তাতে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে৷ কারণ বিএনপি বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা পরবর্তী নির্বাচনে অংশ নেবে না৷ তাই যে কোনো ভাবেই হোক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সে কারণে কমিটির আগামী বৈঠকে প্রত্যেক সদস্যকে এই ব্যবস্থা টিকিয়ে রাখতে বিভিন্ন বিকল্প উপায় প্রস্তাব করার পরামর্শ দেয়া হয়েছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী