1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাঙ্কুভারে শেষ হলো শীতকালীন অলিম্পিক

১ মার্চ ২০১০

কানাডার ভ্যাঙ্কুভারে শেষ হলো ১৭ দিনব্যাপী শীতকালীন অলিম্পিক৷ শেষদিনে পুরুষদের আইস হকির ফাইনালে প্রতিবেশি যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে কানাডা স্বাগতিক দেশ হিসেবে সর্ব্বোচ্চ সোনা জেতার রেকর্ড করেছে৷

https://p.dw.com/p/MEdo
ছবি: AP

আইস হকির ফাইনাল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কানাডার প্রধানমন্ত্রী স্টেফান হারপার নিজেদের মধ্যে বাজি ধরেছিলেন বলে জানা গেছে৷ বাজিটি ছিল এরকম, জয়ী দেশের নেতা পরাজিত দলের নেতাকে দুঃখ মোচনের প্রতীক হিসেবে এক কেস বিয়ার কিনে দেবেন৷

দুদেশের শীর্ষ পর্যায়ের এ ঘটনা থেকেই বোঝা যাচ্ছে ফাইনালটি নিয়ে দুদেশের জনগণের মধ্যে কি ধরণের উত্তেজনা বিরাজ করছিল৷ খেলাটি স্টেডিয়ামে বসে দেখার জন্য এক দর্শককে ৭,২৭৫ ডলার দিয়ে টিকিট কাটতে হয়েছে বলে জানা গেছে৷

খেলার শুরুতে কানাডা ২ গোলে এগিয়ে গেলেও যুক্তরাষ্ট্র পরে দুটো গোল পরিশোধ করে৷ পরে অতিরিক্ত সময়ে গোল করে কানাডা বহু কাঙ্খিত হকির সোনাটি ঘরে তুলে নেয়৷

এদিকে পুরুষ হকির সোনা জেতায় কানাডার মোট সোনার সংখ্যা দাঁড়ায় ১৪তে, যা স্বাগতিক দেশ হিসেবে কোনো দেশের পক্ষে সর্ব্বোচ্চ সোনা জেতার একটি রেকর্ড৷ ১০টি সোনা জিতে জার্মানির অবস্থান দ্বিতীয়৷ এর পরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের সোনার সংখ্যা ৯৷

Eishockey Finale in Vancouver Flash-Galerie
৮৭ নম্বর জার্সির সিডনী ক্রসবির গোলেই কানাডা আইস হকিতে জয় পায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেছবি: AP

এবারের অলিম্পিকটি শুরু হয়েছিল একটি দুঃখজনক ঘটনা দিয়ে৷ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে অনুশীলনের সময় মারা যান জর্জিয়ার অ্যাথলিট নোদার কুমারিটাশভিলি৷ এর ফলে গেমসের ট্র্যাকের নিরাপত্তা ব্যবস্থা সমালোচনার মুখে পড়ে৷ এছাড়া আবহাওয়ার প্রতিকুলতার কারণেও বেশ কয়েকটি ইভেন্টের সমসয়সুচীতে পরিবর্তন আনতে হয়েছে৷ এতে দর্শকদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল৷

তবে অলিম্পিক আয়োজনে কানাডাকে একশোতে একশো দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি৷ রবিবার সংস্থাটির একটি বৈঠকে বক্তব্যে আইওসি প্রেসিডেন্ট জ্যাক রগে বলেছেন, অলিম্পিক শুরুর আগে জর্জিয়ান অ্যাথলিটের মৃত্যু গেমসের উদ্বোধনীর উপর কালো ছায়া ফেললেও, আয়োজক দেশ কানাডা পরবর্তীতে সফলতার সঙ্গে গেমস আয়োজন করায়, সেই শোকের রেশ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে৷ আইওসি প্রেসিডেন্ট বলেন, এবারের অলিম্পিকে অ্যাথলিটরাও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এবং এজন্য তিনি তাঁদের ধন্যবাদও জানান৷

সমাপনী অনুষ্ঠানে স্বাগতিক দেশের পতাকা বহনের সম্মান দেয়া হয়েছে ফিগার স্কেটার জোয়ানি রোশেটকে, যিনি তাঁর মায়ের মৃত্যুর দুঃখকে পেছনে ফেলে ব্রোঞ্জ পদক জিতেছেন৷ উল্লেখ্য, রোশেট যেদিন পদক জেতেন তার একদিন আগে তাঁর মা মারা যান৷ কিন্তু তারপরও তিনি প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জেতায় তিনি কানাডার জনগণের মন জিতে নেন৷

প্রতিবেদকঃ জাহিদুল হক

সম্পাদনাঃ অরুণ শঙ্কর চৌধুরী