1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটে অর্থ ও পেশী শক্তি রোধে সর্বদলীয় বৈঠক

৪ অক্টোবর ২০১০

অর্থশক্তি ও পেশীশক্তি যেভাবে নির্বাচন প্রক্রিয়াকে গ্রাস করছে, কীভাবে সেটার বিহিত করা যায়, তারজন্য সোমবার এক সর্বদলীয় বৈঠক ডাকেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার৷ প্রথম দফার বৈঠকে যোগ দেয় সর্ব ভারতীয় রাজনৈতিক দলগুলি৷

https://p.dw.com/p/PV0C
ডানে রবিশঙ্কর প্রসাদছবি: AP

দেশে নির্বাচন পদ্ধতির শুদ্ধিকরণের লক্ষ্যে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতে আজ মুখ্য নির্বাচন কমিশনার এস.ওয়াই কুরেশি ডাকেন এক সর্বদলীয় বৈঠক৷ প্রতিপাদ্য বিষয় ছিল, কীভাবে অর্থশক্তি, পেশীশক্তিও টাকার বিনিময়ে সংবাদ পরিবেশনের হাত থেকে দেশের নির্বাচন পদ্ধতিকে মুক্ত রাখা যায়৷ বৈঠক শেষে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, সব দলের কাছে ‘পেড নিউজ' এক যন্ত্রণাদায়ক বিষয়৷ পেড নিউজ হলো টাকার বিনিময়ে প্রিন্ট বা ইলেকট্রনিক প্রচারমাধ্যমে সংবাদ পরিবেশন করা৷ সম্প্রতি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময় এক সমীক্ষা চালায় এবং এই অনিয়ম বন্ধে নানা সুপারিশ করে৷ পেড নিউজ নিয়ে হালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চৌহানের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে৷ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সম্পর্কে কংগ্রেস নেতা অভিষেক সিংভি বলেন, বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় ইভিএম ব্যবস্থা সন্তোষজনক৷

এবিষয়ে বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদের অভিমত, ইভিএম ব্যবস্থা ভাল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, তা দূর করা উচিত৷ ভোট প্রার্থীর নির্বাচনী ব্যয় সরকারের বহন করা উচিত বলে তিনি মনে করেন৷ বিজেপি সংসদীয় ও বিধানসভার ভোট একই সঙ্গে হওয়ার পক্ষপাতী৷

বিহার বিধানসভার ভোট হবে ৬-দফায়৷ প্রথম দফার ভোট ২১শে অক্টোবর৷ আজ তৃতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হয়৷ আজ দুটি আসনে মনোনয়নপত্র পেশ করেন আরজেডি প্রধান লালু প্রসাদের পত্নী রাবড়ি দেবী৷ যদি আরজেডি – এলজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেক্ষেত্রে রাবড়ি দেবী একটি আসন ছেড়ে দিলে সেখান থেকে দাঁড়াতে পারেন লালু প্রসাদ৷ বর্তমানে তিনি এমপি৷

ভোটে অর্থ ও পেশিবলের প্রভাব রোধ করা নির্বাচন কমিশনের কাছে এক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন মুখ্য নির্বাচন কমিশনার কুরেশি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন