1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনিস চলচ্চিত্র উৎসবে থাকছে পানাহির ছবি ‘অ্যাকর্ডিয়ন’

৭ আগস্ট ২০১০

প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি তাঁর 'অ্যাকর্ডিয়ন' ছবিটি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন৷ ভেনিস ফিল্ম ফেস্টিভেলের পক্ষ থেকে শুক্রবার এই খবর জানানো হয়৷

https://p.dw.com/p/Oeaw
Jafar, Panahi, Iran, film, festival, ইরানি, চলচ্চিত্র, জাফর পানাহি, অ্যাকর্ডিয়ন
ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি (ফাইল ছবি)ছবি: AP

তিন মাস কারাগারে থাকার পর গত মে মাসে তিনি জামিনে মুক্তি পেয়েছেন৷ ভেনিস চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে জানানো হয়েছে, পয়লা সেপ্টেম্বর থেকে ১১-ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই উৎসবে জাফর পানাহিকে আশা করা হচ্ছে৷ 'অ্যাকর্ডিয়ন' তেহরানে চিত্রায়িত স্বল্পদৈর্ঘ্য ছবি৷ ছবিতে রাস্তার দু'জন তরুণ মিউজিশিয়ানের গল্প বিবৃত হয়েছে, একটি ঘটনার পরে যারা আর কখনও বাজায়নি৷

পানাহি এক বিবৃতিতে বলেছেন, আমি একজন পরিচালক৷ সামাজিক ঘটনার দিকেই আমার মনোযোগ৷ কী ঘটছে এবং বাস্তবকে আমি কীভাবে দেখছি তারই গল্প 'অ্যাকর্ডিয়ন'৷ পয়লা মার্চ তাঁকে গ্রেপ্তার হওয়ার পর, তাঁকে আটক করার শর্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি অনশন শুরু করেন৷ প্রায় ২ লাখ ডলারের বিনিময়ে ২৫-শে মে তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়৷ তবে পানাহির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই