1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুল টিকার কারণে হাসপাতালে

১৭ সেপ্টেম্বর ২০১৩

টিকা নিয়ে গুজব ছড়ানো হয়েছিল বাংলাদেশে৷ আতঙ্কে অনেকে সন্তানকে টিকাই দিতে দেননি৷ ভারতে ঘটেছে উলটো ঘটনা৷ চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখে বাবা-মা সন্তানকে নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রে৷ এখন দুশ্চিন্তার শেষ নেই৷

https://p.dw.com/p/19iLR
ছবি: picture-alliance/Ton Koene

কয়েক মাস আগে বাংলাদেশে টিকা দেয়া নিয়ে হয়েছিল হুলস্থূল এক কাণ্ড৷ টিকা দেয়ার পরপরই শিশু প্রচণ্ড জ্বরে ভুগে মারা যাচ্ছে – এমন গুজব শুনে সন্তানকে টিকাই দেয়াননি অনেকে৷ ভারতের পশ্চিমবঙ্গের আরামবাগে অনেক বাবা-মায়ের আরাম হারাম হয়ে গেছে স্বাস্থ্যকেন্দ্রে সন্তানদের পোলিওর টিকা দেয়াতে গিয়ে৷ স্বাস্থ্যকর্মীরা পোলিওর বদলে দিয়েছেন হেপাটাইটিস ‘বি'-র টিকা৷ সেই টিকা দিতে হয় শরীরে, ইনজেক্ট করে, স্বাস্থ্যকর্মীরা তা দিয়েছেন শিশুদের মুখে! সঙ্গে সঙ্গেই শুরু হয় বমি৷ ঘামতে থাকে শরীর৷ তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্রে এমন ঘটনার সত্যতা স্বীকার করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন সৎপতি জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে অবহেলাজনিত ভুলে ৫৭টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, তবে সুস্থ হবার পর তারা সবাই বাড়িতে ফিরেছে৷

তবে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস ‘বি'-র টিকা খাওয়ানোয় অসুস্থ হয়ে পড়েছিল ১১৪ জন শিশু৷ সবাই হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাবা-মায়েদের আতঙ্ক কাটেনি৷ অনেকেই তাঁদের সন্তানকে আবার হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন৷

এমন কাণ্ড করে কলকাতার কাছের শহর আরামবাগের স্বাস্থ্য কর্মীরা অবশ্য পার পেয়ে যাননি৷ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন৷ অভিযুক্ত চার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে৷

এসিবি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য