ভুটানের রাজধানী থিম্পুতে | পাঠক ভাবনা | DW | 29.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ভুটানের রাজধানী থিম্পুতে

আমাদের আন্তরিক শুভেচ্ছা নেবেন৷ আশা করি সকলে ভালো আছেন৷ আমরাও প্রবাস জীবনে মোটামুটি ভালো আছি৷ আপনাদের কাছে লেখা এটি আমার ....

প্রথম ই-মেইল৷ তাই কিভাবে গ্রহণ করবেন জানিনা৷ তবে আমি বাহরাইনে কয়েকমাস যাবত ইন্টারনেটের মাধ্যমে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে আসছি৷ আপনাদের অনুষ্ঠানগুলি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে৷ বিশেষ করে প্রবাসে বসে বাংলাদেশের বিভিন্ন খবরাখবর৷ এরপর আমি এখানে আমার ৪/৫ জন বন্ধুর কাছে আপনাদের অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে গল্প করি৷ তখন তারাও আপনাদের অনুষ্ঠান শুনার আগ্রহ প্রকাশ করে৷ একদিন তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানও শুনিয়েছি৷ এর পর থেকে আমরা কাজের শেষে অবসর সময়ে আপনাদের অনুষ্ঠান শুনতে থাকি এবং ওয়েবসাইটে বিভিন্ন সংবাদ ও ছবি দেখতে থাকি৷ আপনাদের ওয়েবসাইটটি অনেক সুন্দর৷ আমরা ৪/৫ জন প্রবাসী বন্ধুবান্ধব মিলে গত ১৪ এপ্রিল বাহরাইনে এই প্রথম একটি ফ্যান ক্লাব করেছি৷ আমরা ক্লাবের নাম দিয়েছি, পাসওয়ার্ড রেডিও ফ্যান ক্লাব অব বাহরাইন৷ আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে বাহরাইনে প্রবাসী বাংলাদেশীদের কাছে আপনাদের তথা বাংলা অনুষ্ঠানের আরো প্রচার করা৷ যাতে তাঁরা প্রবাসে থেকে বাংলাদেশের বিভিন্ন খবরাখবর পেতে পারেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন৷ আমাদের ক্লাবকে আপনারা গ্রহণ করলে খুশি হবো৷ আমাদের এই নতুন ক্লাবটির জন্য কিছু উপহার সামগ্রী পাঠালে অনেক অনেক খুশি হবো৷ পরিশেষে ডয়চে ভেলের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি, ধন্যবাদ৷ শাওন খান, পাসওয়ার্ড রেডিও ফ্যান ক্লাব অফ বাহরাইন, খুহেজি হোম ফার্নিচার, বিল্ডিং ১২৯০, ব্লক ৬৪৬, রোড ৩১, নওয়াইদরাত, আলফাজিলা প্লাজা কমপ্লেক্স, পোষ্টবক্স ৩৩১৩৮, বাহরাইন৷

গ্রিসের আর্থিক সংকট নিরসনে দেশটির অর্থনীতির পুনরুদ্ধারের উদ্যোগ, ডলারের বিপরীতে ইউরো মুদ্রার নিম্নমুখী বিনিময় হার, ভুটানের রাজধানী থিম্পুতে সার্ক শীর্ষ সম্মেলন এসব প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিজেকে আপডেট করে নিতে পারছি৷ এই বিষয়গুলোর পাশাপাশি ওয়েবসাইটে তুলে ধরা বাকি প্রতিবেদনগুলিও পড়ে নিচ্ছি, ভালো লাগছে ৷

ডয়চে ভেলের ওয়েবসাইট বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতাদের মধ্যে যে অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই তবে আমাদের কল্পনা আর প্রত্যাশা আরও বেশি৷ ওয়েবসাইটের আঙ্গিক যে আগামীদিনে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে এই আমাদের আশা৷ তবে সেটা করে দেখানোর বিষয় আর তার সূচনা যে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, তাই নয় কি ? সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি-১১০০০১, ভারত

আপনাদের প্রচারিত সব পরিবেশনাই আমাদের ভালো লাগে৷ বিশেষকরে নিরপেক্ষ তথ্য সমৃদ্ধ ও তাজা বিশ্বসংবাদ, বিশ্বের চলতি ঘটনা সম্পর্কে রিপোর্ট, খেলাধুলার খবর, পশ্চিমের জানালা, ইনবক্স, বিজ্ঞান ডটকম, সবুজ পৃথিবী, নন্দন, এই প্রজন্ম, মোনালিসা আমাদের খুব ভালো লাগে৷ ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি পরিবেশনা পডকাস্ট আকারে রাখার জন্য যা আমরা সপ্তাহের যে কোন দিন ডাউনলোড করে শুনতে পারছি৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, আমলাসদরপুর, বাংলাদেশ৷