ভাষাশিক্ষা ফিরিয়ে আনুন | পাঠক ভাবনা | DW | 11.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ভাষাশিক্ষা ফিরিয়ে আনুন

আপনাদের ওয়েবসাইট বেশ ভালোভাবে পরিবেশন করছেন, দেখে বেশ তৃপ্তি পাচ্ছি৷ তবে রেডিও অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে শোনা যাচ্ছেনা বললেই চলে৷

এর কি কোন ব্যবস্থা করা যায়না ? সুহৃদ ব্যানার্জী, টেঙ্গাবেরিয়া, বর্ধমান, ভারত৷

ওয়েবসাইটে ছবির কোড খুঁজতে গিয়ে অনেকগুলি প্রতিবেদন পড়ে ফেললাম৷ প্রতিটি প্রতিবেদনই পড়ার মতো ছিলো৷ ছবির কোড খুঁজে পেলাম৷ কিন্তু পেলে কি হবে, এখন আর কোড পাঠাইনা৷ কেননা পুরস্কারের মান খুবই নিম্নমানের৷ তাছাড়া, ঠিকমতো পুরস্কার এসে পৌঁছায়না৷ অন্যদের কোড পাঠিয়ে দেই, যাদের ওয়েবসাইট দেখার সুযোগ নাই৷ গতকাল ‘হেল্থলাইন’ পর্বে সভ্যজগতের সুখ ও অসুখ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন শুনলাম৷ বিভিন্ন মারণব্যাধির কারণ ও প্রতিকারের কথা জেনে উপকৃতও হলাম৷ কৃষ্ণাপদ বাইন, মাইকেল হালদার ও বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসলার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷ bc.tikader07@gmail.com

৮ই জানুয়ারি ছিল বিশ্ব পোলিও মুক্ত দিবস৷ বিশ্বের সাথে তাল মিলিয়ে যথাযথ মর্যাদার সাথে আমাদের ক্লাবও এ বিষয়ে কর্মসুচি গ্রহণ করেছে৷ কর্মসুচি হলো পাঁচ বছরের নীচে সকল শিশুকে দু’ফোটা টিকা খাওয়ানো এবং বাংলাদেশকে পোলিও মুক্ত করা৷ কারণ, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত৷ আর প্রতিটি শিশুর মা-বাবাকে বলছি, আপনার শিশু যেন দু’ফোটা পোলিও টিকা থেকে বাদ না পড়ে৷ কারণ আপনার শিশুই দেশের গৌরব৷সব শেষে অনুষ্ঠানের ওপর দুটি কথা বলি৷আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, অতি তাড়াতাড়ি ভাষাশিক্ষার অনুষ্ঠান ফিরিয়ে আনার৷ শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, কুষ্টিয়া, বাংলাদেশ৷

bslcazampur@gmail.com

আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শুনি৷ সন্দীপ বাংলাদেশের একটি খন্ড দ্বীপ৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব দ্বীপটির ওপর খুব বেশি৷ নদীভাঙ্গনও একটা সমস্যা৷ তবে মূল সমস্যা হচ্ছে, সরকারের কিন্তু এদিকে কোন নজর নেই৷ তাই আমরা ডয়চে ভেলের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি৷ সাদিক খান৷ sadiksandwip@gmail.com

ডয়চে ভেলে থেকে প্রচারিত ‘এই প্রজন্ম’ পর্বে আমরা আরো বেশি জার্মান তরণদের কথা জানতে চাই৷ শাহ মোহাম্মদ ফেরদৌস হাসান নাজমুল, গাইবান্ধা৷

ডয়চে ভেলের ইংরেজি অনুষ্ঠান এখনও শর্টওয়েভে-এ সম্প্রচার হচ্ছে৷ অথচ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটলো৷ যা খুবই দুঃখের বিষয়৷ বাংলা অনুষ্ঠান আবার শর্টওয়েভ-এ চালু করুন৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনজপুর, ভারত৷